বাংলা হান্ট ডেস্ক: রবিবারের সকালে ফের তীব্র ভূমিকম্প (Earthquake)! রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৬.২। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ৯টা ৬ মিনিটে জোরালো ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান (Afghanistan)। পরপর দুটি ভূমিকম্প হয়। দ্বিতীয় ভূমিকম্প হয় সকাল সাড়ে ন’টা নাগাদ। যেটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫.৪।
সংবাদ সংস্থা এএফপি (AFP) সূত্রে খবর, হেরাট (Herat) শহরে কম্পন অনুভূত হয়েছে। উল্লেখ্য, গত শনিবার হেরাটেই তীব্র ভূমিকম্পে প্রচুর সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। গত শনিবার পর পর বেশ কয়েকটি বড় মাত্রায় ভূমিকম্প হয় আফগানিস্তানের হেরাটে, যার জেরে অন্তত তিন হাজার মানুষ প্রাণ হারান। জখম হয়েছেন আরও দুই থেকে তিন হাজার মানুষ। এর জেরে ভেঙে পড়ে বহু ঘরবাড়ি। ধরা পড়ে মোট আটটি আফটার শক হয়েছে। প্রতিটি কম্পনের মাত্রা ছিল ৪.৬ থেকে ৫.৫। বুধবারও ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। তখনও কম্পনের মাত্রা ছিল ৬.৩।
তবে এটিকে আর আফটার শক (After Shock) বলা যায় না। কারণ, রবিবার সকালের ভূমিকম্পের মাত্রা, আফটার শকগুলির মাত্রার থেকে অনেকটাই বেশি। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির তেমন কোনও হিসাব পাওয়া যায়নি।
Earthquake of Magnitude:6.2, Occurred on 15-10-2023, 09:06:03 IST, Lat: 34.76 & Long: 62.02, Depth: 70 Km ,Location: Afghanistan for more information Download the BhooKamp App https://t.co/md4V7iQUPP @ndmaindia @Indiametdept @KirenRijiju @Dr_Mishra1966 @Ravi_MoES @DDNewslive
— National Center for Seismology (@NCS_Earthquake) October 15, 2023
এদিকে পরপর জোড়া ভূমিকম্পে আতঙ্কের সৃষ্টি হয়েছে হেরাট শহরে। প্রচুর মানুষ তাদের বাসস্থান ছেড়ে বেরিয়ে পড়েন। পরপর দুটি ভূমিকম্প হওয়ায় এরপরেও আফটার শক হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, আফগানিস্তানে সাম্প্রতিককালে বারবার ভূমিকম্প হচ্ছে। এদিকে নেপালেও (Nepal) গত কয়েকদিন আগে ভূমিকম্প হয়েছে। যার রেশ পড়ে উত্তর ভারতে। কেঁপে উঠেছিল দিল্লিও (Delhi)।