দূর্গাপুজোর আগেই শতদ্রু দত্তের সাথে কলকাতায় রোনাল্ডিনহো! দেখা করবেন মুখ্যমন্ত্রী মমতার সাথেও

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ কয়েকমাস আগেই ক্রীড়াপ্রেমী শতদ্রু দত্তের (Satadru Dutta) উদ্যোগে টাটকা বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলরক্ষক এবং ২০২২ কাতার বিশ্বকাপে গোল্ডেন গ্লাভস জয়ী তারকা এমিলিয়ানো মার্টিনেজ ওরফে আর্জেন্টিনা সমর্থকদের প্রিয় দিবুকে কলকাতার বুকে দেখতে পেয়েছিলেন ফুটবলপ্রেমীরা। বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি শহরের তিন প্রধান ক্লাবের কর্তাদের কাছ থেকে বিশেষ সম্মান পেয়েছিলেন তিনি। আর্জেন্টিনা নিয়ে কলকাতার (Kolkata) মানুষের উন্মাদনা দেখে অবাক হয়ে গিয়েছিলেন এমি। যে আর্জেন্টিনার ভক্তরা সামনে থেকে তাদের বিশ্বজয়ের আসল নায়ককে দেখতে পেয়েছিলেন তারা শতদ্রু দত্তকে প্রাণভরে ধন্যবাদ জানিয়েছিলেন।

এবার সেই সুযোগটা পাচ্ছেন শহরের ব্রাজিল ভক্তরা। বেশ কয়েকদিন ধরেই জল্পনা শোনা যাচ্ছিল ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডিনহো (Ronaldinho) কলকাতায় আসছেন অক্টোবরের শুরুর দিকে। এই নিয়ে বাংলার ফুটবলপ্রেমীদের মধ্যে জোর জল্পনাও চলছিল। তবে এবার নিশ্চিতভাবে রোনাল্ডিনহোর কলকাতায় আসার ব্যাপারটি প্রমাণ করে দিলেন শতদ্রু দত্ত, যিনি অতীতেও একাধিক ফুটবল বিশ্বের কিংবদন্তিকে কলকাতার মাটিতে এনেছেন।

কিছুদিন আগে একটি জনপ্রিয় সংবাদমাধ্যমকে শতদ্রু দত্ত জানিয়েছিলেন যে ব্রাজিলিয়ান কিংবদন্তির ভাই, যিনি ২০০২ সালে বিশ্বকাপ জয়ী ব্রাজিলিয়ান তারকার ম্যানেজারও বটে, তার সঙ্গে সাক্ষাৎ করতে পেরেছিলেন তিনি। পুজোর আগে পুরোদমে চলছিল পরিকল্পনা এবং সেই পরিকল্পনা সফল হওয়ার পর নিজের ফেসবুক পোস্টে কিছু ঘন্টা আগে ব্রাজিলিয়ান ম্যাজিশিয়ানের কলকাতা পা রাখার বিষয়টি নিশ্চিত করে দিয়েছেন তিনি।

dinho in coj

আরও পড়ুন: জঘন্য রেফারিং, বিশ্ৰী মাঠ ও ডিফেন্সের ব্যর্থতা! খালি হাতে মালয়েশিয়া থেকে ফিরছে সুনীলের ভারত

কিন্তু এবার প্রশ্ন হল কলকাতায় পা রাখার পর কোন কোন জায়গায় যাবেন প্রাক্তন বার্সেলোনা মহাতারকা? জানা গিয়েছে যে রবিবার সন্ধ্যায় শহরে পা রাখার পর সোমবার দুপুরে প্রথমেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির (Mamata Banerjee) বাড়িতে যাচ্ছেন সাম্বা তারকা। সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করবেন ২০০৬ সালে বার্সাকে ইউয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতানো ব্রাজিলিয়ান।

আরও পড়ুন: আইডল রোনাল্ডো ১২৫*, মহালয়ায় পাকিস্তানের বিরূদ্ধে ভক্ত কোহলির ব্যাট থেকে কত আসবে?

এখানেই শেষ নয়, এরপর শ্রীভূমি এবং আহিরীটোলা যুববৃন্দের মন্ডপে পা রেখে দুর্গাপুজোর মাহাত্ম্য অনুভব করার চেষ্টা করবেন ব্রাজিলিয়ান তারকা। এরপর ১৭ই অক্টোবর মন্ত্রী ফিরহাদ হাকিমের পুজো অর্থাৎ চেতলা অগ্রণীতে গিয়েও দশভূজা বন্দনার বিষয়টি উপলব্ধি করার চেষ্টা করবেন তিনি।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর