বড়সড় বিপত্তি NJP-হাওড়া বন্দে ভারতে! ফুটো হয়ে গেল চাকা, তদন্তে নামল রেল

বাংলাহান্ট ডেস্ক : দুর্ঘটনা যেন পিছু ছাড়ছে না বন্দে ভারতের। ট্রেনটি চালু হওয়ার পর থেকেই একাধিক দুর্ঘটনার কথা খবরের শিরোনামে উঠে আসে। ফের একবার বড় গোলযোগ বন্দে ভারত এক্সপ্রেসে। ফুল স্পিডে চলার সময় বিকট আওয়াজ শোনা গেল বন্দে ভারতে। আওয়াজ শুনে মুহূর্তে ট্রেন থামালেন চালক।

এনজেপি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসে এই ঘটনা ঘটেছে রবিবার। NJP থেকে ট্রেন ছাড়ার পর বারবার সমস্যা দেখা যায় বন্দে ভারত এক্সপ্রেসে। বিকট আওয়াজ পাওয়ার পর ট্রেনটিকে প্রায় দু’ঘণ্টা দাঁড় করিয়ে রাখা হয় রাঙাপানি এবং নিজবাড়ির মাঝখানে। এখানেই চলে এই ট্রেনের আংশিক মেরামতির কাজ।

আরোও পড়ুন : মাধ্যমিক পাশেই কেন্দ্রীয় সরকারের চাকরি! ৯ হাজার RPF নেবে রেল, মিলবে মোটা বেতন

এরপর অত্যন্ত কম গতিতে ট্রেনটিকে চালিয়ে অনেক রাতে নিয়ে আসা সম্ভব হয় হাওড়া স্টেশনে। উত্তর সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের রেলওয়ে ম্যানেজার সুরেন্দ্র কুমার এই বিষয়ে বিস্তারিত বলেছেন। তিনি জানান, “আমাদের মনে হচ্ছে ট্রেনের চাকার সাথে বাইরের কিছু ধাক্কা লাগার ফলে এমন ঘটনা ঘটেছে। খতিয়ে দেখা হচ্ছে কীভাবে এই ধরনের ঘটনা ঘটল।”

আরোও পড়ুন : রোহিত বা কোহলি নন, ভারতকে এবার বিশ্ব চ্যাম্পিয়ন করবেন BCCI-এর এই ভরসার পাত্র

রেল সূত্রে জানা গেছে, এই সমস্যার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসের সি-১৪ কোচের নীচে দু’টি চাকা। রেলের আধিকারিকরা এরপর কোনও মতে একটি চাকাকে ঘষে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন। কিন্তু অন্য চাকায় সামান্য সমস্যা থেকে যাওয়ায় ফেরার পথে যাত্রীরা বিকট শব্দ ও সামান্য ঝাঁকুনি অনুভব করেছিলেন।

vande bharat express around mumbai

রেল সূত্রে খবর, ট্রেনে এসে পৌঁছানোর পর আলাদা করা হয় ত্রুটি যুক্ত কামরাটিকে। এরপর জরুরী কিছু মেরামতির কাজ করা হয় হুইল টার্নিং-সহ অন্যান্য কিছু জিনিসের। মেরামতির কাজের ফলে দীর্ঘ সময় লেগে যেতে পারে। তাই পূর্ব রেলের পক্ষ থেকে সোমবার নির্ধারিত বন্দে ভারত এক্সপ্রেসের রেকের যাত্রা বাতিল করা হয়েছে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর