বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন লোকসভা নির্বাচন। বছর ঘুরলেই লোকসভা ভোট (Loksabha Vote)। শাসক থেকে বিরোধী, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সকলে। সব ঠিকঠাক থাকলে ২৪ এর লড়াই হতে চলেছে ইন্ডিয়া ভার্সাস এনডিএ। এই আবহেই এবার বিজেপির সঙ্গে মুসলিমদের দূরত্ব দূরীকরণে নয়া উদ্যোগের বিজেপির (BJP)। লোকসভা ভোটের আগে দেশ জুড়ে মোদীর ইতিবাচক প্রচারে নামছে সুফি সমাজ।
সংখ্যালঘুদের মধ্যে প্রধানমন্ত্রীর ইতিবাচক ভাবমূর্তি গড়ে তোলার লক্ষ্যে ধ্বনিত হচ্ছে ‘নরেন্দ্র মোদী মুসলিমদের ভাই’-এই নয়া স্লোগান (New Slogan)। মোদী সরকারের প্ৰতি সংখ্যালঘু সম্প্রদায়ের ইতিবাচক মনোভাব আনতে বিশেষ উদ্যোগ বিজেপির সখ্যালঘু সেলের সর্বভারতীয় নেতৃত্বের। যার দায়িত্ব দেওয়া হচ্ছে ইসলাম ধর্মের প্রচারকারী সুফিদের (Sufi) উপর।
যোগী রাজ্য উত্তর প্রদেশে বেশ অনেকটাই মুসলিম সমর্থন টানতে সফল গেরুয়া শিবির। এবার উত্তর প্রদেশেই গোটা মুসলিম সমাজকে কাছে টানতে নয়া পরিকল্পনা বিজেপির। মুসলিম সম্প্রদায়ের মধ্য থেকে মোদী বিদ্বেষ দূর করতেই বিশেষ উদ্যোগ বিজেপির সখ্যালঘু সেলের।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে হাজির হলেন অভিষেকের PA, শুরু জিজ্ঞাসাবাদ
বিজেপির সংখ্যালঘু মোর্চার নেতৃত্বে সম্প্রতি লখনউতে সুফি সম্মেলন আয়োজিত হয়। এই বিষয়ে মোর্চার সর্ব ভারতীয় সভাপতি জামাল সিদ্দিকি বলেন, গোটা দেশেই তারা এই সম্মেলনের আয়োজন করবেন। নরেন্দ্র মোদী সরকারের ভাল কাজগুলি মুসলিম সমাজের কাছে তুলে ধরতে সব রাজ্যেই এই কর্মসূচী চলবে বলে জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, পূর্বেই প্রধানমন্ত্রীর নির্দেশে মুসলিমদের কাছে টানতে উদ্যোগী হয় বিজেপি। কিছু কিছু ক্ষেত্রে সাফল্য মিললেও এখনও সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে মোদীকে নিয়ে ‘ভ্রান্ত’ ধারণা বিরাজ করে বলে মত বিজেপির। গেরুয়া শিবিরের দাবি প্রধানমন্ত্রীকে নিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিভ্রান্তিমূলক প্রচার রয়েছে।
তাই এবার মূলত মুসলিমদের কাছে টানতে ময়দানে নামছে সুফিরা। লোকসভার আগে গরিব মুসলিমদের কাছে টানতে নানা উদ্যোগ শুরু করছে বিজেপি। প্রধানমন্ত্রীর পরামর্শে বিজেপির এই উদ্যোগ কতটা সফল হয় তা বোঝার জন্য অপেক্ষা কিছুটা সময়ের।