অভিষেকের আপ্তসহায়কের আবেদন খারিজ! উল্টে ED-কে যা নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট…

বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্তসহায়ক সুমিত রায়ের আবেদন খারিজ। নিয়োগ দুর্নীতি মামলায় সুমিতকে কোনও রক্ষাকবচ দিল না কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। প্রসঙ্গত অভিষেকের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের সূত্র ধরে সুমিত রায়কে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে ইডি (ED) । সোমবার নির্দিষ্ট সময়েই ইডি দফতরে হাজিরা দেন অভিষেকের পিএ।

প্রসঙ্গত, কেন্দ্রীয় সংস্থার নোটিসের পর শুক্রবারই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন সুমিত। ইডির নির্দেশকে চ্যালেঞ্জ করে দ্রুত শুনানির আবেদন জানিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে যান অভিষেকের পিএ। তবে এদিন সুমিতের রক্ষাকবচের আবেদন খারিজ করে দেয় আদালত।

সুমিতের আর্জি ছিল, এই একই মামলায় অভিষেককে রক্ষাকবচ দেওয়া হয়েছে। তাই তাকেও রক্ষাকবচ দেওয়া হোক। এর প্রেক্ষিতে এদিন বিচারপতির পর্যবেক্ষণ, অভিষেকের বিষয়টি আলাদা। নিয়োগ মামলায় ধৃত কুন্তল ঘোষের চিঠির প্রেক্ষিতে অভিষেকের বক্তব্য নিয়ে মামলা ছিল। অভিষেককে সেই মামলায় রক্ষাকবচ দেওয়ার সাথে এর কোনও যোগসূত্র নেই। এরপরই আবেদন খারিজ করে দেন বিচারপতি।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর হাতে ফের গ্রেফতার পার্থ! আসল পরিচয় ফাঁস হতেই তোলপাড়

প্রসঙ্গত, আজ সোমবার জিজ্ঞাসাবাদের জন্য অভিষেকের পিএ কে তলব করা হয়েছে। তবে এর আগে হাইকোর্টে সুমিতের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি ইডির আইনজীবীকে সোমবার বেলা সাড়ে ১০টার পরিবর্তে বেলা ১২টায় হাজিরার সময়সীমা ধার্য করার সুপারিশ করেন।

abhishek pa

এদিন সুমিতের আবেদন খারিজ করে ইডিকে আগামী ৪ ডিসেম্বরের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি ঘোষ। এই মামলার পরবর্তী শুনানি ৪ ডিসেম্বর। উল্লেখ্য, এর আগে কয়লাকাণ্ডেও এই সুমিতের নাম উঠে এসেছিল।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর