বাংলা হান্ট ডেস্ক: দ্বিতীয়া থেকেই ঠাকুর দেখা শুরু। আর মাত্র ৪ দিন। তারপরেই মায়ের আগমন। গত শুক্রবারই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিয়েছে। নির্বিঘ্নেই কাটবে পুজো, এমনটাই আশা সকলের। তবে সত্যিই কী তাই? আবহাওয়া দফতর জানাচ্ছে পশ্চিমি ঝঞ্ঝার কারণে আগামী দু’দিন আকাশে মেঘ জমতে পারে।
আবহাওয়া দফতর (Weather Office) সূত্রে খবর, আপাতত বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই দক্ষিণবঙ্গে (South Bengal)। শুষ্ক থাকবে আবহাওয়া। কাল থেকে তাপমাত্রাও কমেছে সামান্য। পুজোর আগে না থাকবে বৃষ্টির দাপট, আর না থাকবে অসহ্য গরম। তবে আগামীকাল তৃতীয়ার দিন খুব সম্ভবত মেঘলা থাকবে আকাশ।
পূর্বাভাস অনুযায়ী আপাতত পুজোর আগে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড়! এবার এমন ব্যক্তিকে গ্রেফতার করল CBI, শোরগোল রাজ্যে
যদিও ১৭ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত উত্তরের দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুন: মটন বিরিয়ানি, চিংড়ি, লুচি থেকে পায়েস-মিষ্টি! পুজোয় প্রেসিডেন্সি জেলে পার্থদের ‘জম্পেশ’ মেনু
সকালের দিকে বেশি বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ারে। যদিও উত্তরবঙ্গের বাকি জেলা গুলিতে বৃষ্টির পূর্বাভাস নেই। দুদিন থেকে উত্তরবঙ্গের তাপমাত্রাও খানিক কমেছে। আপাতত তাপমাত্রা একই থাকার সম্ভাবনা।