এবার খোদ মমতার পাড়ায় অগ্নিকাণ্ড! কালীঘাটে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকল

বাংলা হান্ট ডেস্ক: আবারও খাস কলকাতায় অগ্নিকাণ্ড! পুজোর মুখে (Durga Puja) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পাড়া কালীঘাটে আগুন (Kalighat Fire)। জানা গিয়েছে, কালীঘাটের একটি বাড়িতে আগুন লেগেছে। ১৪ নম্বর কালীঘাট রোডে রয়েছে ওই বাড়িটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের (Fire Engine) তিনটি ইঞ্জিন। কী কারণে বা কোথা থেকে এই আগুন লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে দমকলের তিনটি ইঞ্জিন বর্তমানে আগুন নেভানোর কাজ করছে। বাড়ির ভিতরে কেউ আটকে রয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার জোড়াবাগান থানা এলাকার নিমতলা ঘাট স্ট্রিটে একটি বাড়িতে আগুন লাগে। সেখানে দমকলের দশটি ইঞ্জিন প্রায় তিন ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। আগুন থেকে বাঁচতে দোতলা থেকে এক বাসিন্দা নীচে ঝাঁপ দেন। আহত হন মোট দু’জন। আর সেই ঘটনার পরেই ফের কয়েক দিনের মাথায় শহরে আবার অগ্নিকাণ্ড।

অন্যদিকে, হাওড়ায় মহালয়ার দিন সাতসকালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সাঁকরাইলের একটি ভোজ্য তেলের (Edible Oil) গুদামে ভয়াবহ আগুন লাগে। দমকলের ১৩টি ইঞ্জিন প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন।

এবার খোদ মুখ্যমন্ত্রীর পাড়া। ঢিল ছোড়া দূরত্বে এই আগুন নিয়ে যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে এলাকায়‌। পুজোর মুখে এহেন ক্ষতির ফলে মনখারাপ এলাকার বাসিন্দাদের। তবে বারবার শহরে (Kolkata City) কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Monojit

সম্পর্কিত খবর