নয়া নিয়ম আনছে RBI! এবার থেকে ব্যাংকের লকারে আর রাখতে পারবেন না এই জিনিসগুলো

বাংলাহান্ট ডেস্ক : বর্তমানে অধিকাংশ ব্যাংকেরই রয়েছে লকারের সুবিধা। সামান্য কিছু অর্থের বিনিময় ব্যাংকের গ্রাহকরা এই লকারের সুবিধা নিতে পারেন। ব্যাংকের লকারে গয়না, গুরুত্বপূর্ণ নথি ও অন্যান্য জিনিস রাখা যায়। বিশেষ করে যে জিনিস গুলির নিরাপত্তার প্রয়োজন হয় গ্রাহকরা সেগুলি রেখে দেন ব্যাংকের লকারে।

অনেকেই হয়ত ভেবে থাকতে পারেন যে যেকোনও বহুমূল্য জিনিসই হয়ত রাখা যায় ব্যাংকের লকারে। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। রিজার্ভ বাঙ্ক অফ ইন্ডিয়ার সংশোধিত নিয়ম এই ব্যাপারে কী বলছে চলুন জেনে নেওয়া যাক। সংশোধিত নির্দেশিকায় রিজার্ভ ব্যাংক জানিয়েছে, গ্রাহকদের সংশোধিত নির্দেশিকার একটি নতুন চুক্তি স্বাক্ষর করতে হবে।

৩১শে ডিসেম্বর ২০২৩ সাল পর্যন্ত এই সময়সীমা নির্ধারিত করে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানাচ্ছে ব্যাংকের লকারে গয়না বা গুরুত্বপূর্ণ জিনিস রাখা যাবে। কিন্তু রাখা যাবে না নগদ অর্থ ও মুদ্রা। নগদ বা মুদ্রা ব্যাংকের লকারে রাখা যাবে না। এছাড়াও কোনও ব্যাংকের লকারে গচ্ছিত রাখা যাবে না অস্ত্র, বিস্ফোরক, মাদকের মতো জিনিস।

আরোও পড়ুন : তেজে’র সামনে এবার কাঁপবে বাংলা! পুজোর মুখেই ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড়, সতর্কতা IMD’র

পচনযোগ্য বস্তু ব্যাংকের লকারে রাখা যাবে না। এছাড়াও ব্যাংকের লকারে রাখা যাবেনা কোনও তেজস্ক্রিয় পদার্থ বা কোনও বেআইনি জিনিস বা ভারতীয় আইন অনুযায়ী নিষিদ্ধ জিনিস। ব্যাংক বা গ্রাহকদের জন্য হুমকি স্বরূপ হতে পারে এমন কোনও জিনিসও গচ্ছিত রাখা যাবে না লকারে।

আরোও পড়ুন: পুজোর ভিড় সামলাতে দুর্দান্ত উদ্যোগ রেলের! চলবে ১৮ পুজো স্পেশাল লোকাল, জানুন রুট, সময়

সাধারণত দুটি চাবি থাকে ব্যাংকের লকারের। একটি চাবি থাকে গ্রাহকের কাছে ও একটি ব্যাংক কর্তৃপক্ষের কাছে। এই দুই চাবির সমন্বয় ব্যাংকের লকার খোলা যায়। এবার আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে ব্যাংকের লকারের চাবি যদি হারিয়ে যায় তাহলে কী হবে? চাবি হারিয়ে গেলে প্রথমে জানাতে হবে ব্যাংক কর্তৃপক্ষকে।

image 111

এরপর একটি এফ আই আর করতে হবে স্থানীয় থানায়। এক্ষেত্রে একটি সমাধান হল ব্যাংক আপনার থেকে একাধিক প্রশ্ন জিজ্ঞাসা করে একটি ডুব্লিকেট চাবি ইস্যু করতে পারে। অন্যথা ব্যাংক আপনার জন্য দ্বিতীয় একটি লকার ইস্যু করবে। তবে যে লকারের চাবি গ্রাহক হারিয়ে ফেলেছেন সেই লকার ভাঙ্গার জন্য যে খরচ হবে তা বহন করতে হবে গ্রাহককে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর