বাংলাহান্ট ডেস্ক : ভারতীয়দের কাছে রেলের গুরুত্ব অপরিসীম। ইংরেজ আমলে এই রেল ব্যবস্থার গোড়াপত্তন ঘটলেও, ধীরে ধীরে স্বাধীনতা পরবর্তী যুগে দেশের প্রতিটি প্রান্তে বিস্তার লাভ করেছে রেল। ১ কোটিরও বেশি মানুষ প্রতিদিন নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য ভরসা রাখেন রেলের উপর। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় রেল নিত্য নতুন ভাবনাচিন্তা করছে।
সেই ভাবনাচিন্তার ফসল হিসেবে বেশ কয়েক মাস হল যাত্রা শুরু করেছে বন্দে ভারত এক্সপ্রেস। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি সেমি হাই স্পিড এই ট্রেন একদিকে যেমন দ্রুতগতির, অন্যদিকে বিলাস বহুল। আপাতত পশ্চিমবঙ্গে চলে পাঁচটি বন্দে ভারত এক্সপ্রেস। পাঁচটিতে প্রতিনিয়ত আমজনতা যাতায়াত করে।
আরোও পড়ুন : প্রাথমিকে নিয়োগ নিয়ে বড় খবর! হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে খুশিতে আত্মহারা চাকরি প্রার্থীরা
পাঁচটির মধ্যে চারটি বন্দে ভারত এক্সপ্রেস ছাড়ে হাওড়া থেকে। হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস, হাওড়া-পাটনা বন্দে ভারত এক্সপ্রেস এবং হাওড়া-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস। এবার হাওড়ায় এসে পৌঁছাল আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস। ওই বন্দে ভারত এক্সপ্রেসের কোচের সংখ্যা ১৬।
আরোও পড়ুন : বঙ্গবাসীর জন্য দুর্দান্ত খবর! পুজোর আগেই হু হু করে নামছে দাম; চিকেন, মাটন ছেড়ে এবার ইলিশ খান
এখন প্রশ্ন হল কোন রুটে ছুটবে এই নতুন সেই বন্দে ভারত এক্সপ্রেস? পূর্ব রেলের পক্ষ থেকে বলা হয়েছে, কোন নতুন রুটে চলবে না এই বন্দে ভারত এক্সপ্রেসটি। ওই বন্দে ভারত এক্সপ্রেসের রেক আনা হয়েছে অতিরিক্ত রেক হিসেবে রাখার জন্য। অর্থাৎ যখন যে রুটে প্রয়োজন হবে, তখন সেই রুটে ওই অতিরিক্ত রেক ব্যবহার করা হবে।
কেন অতিরিক্ত রেক আনা হয়েছে? এতদিন হাওড়ায় বন্দে ভারত এক্সপ্রেসের কোনও বাড়তি রেক ছিল না। সেই পরিস্থিতিতে কোনও বন্দে ভারত এক্সপ্রেসে কোনও যান্ত্রিক ত্রুটি হলে রেলকে বিকল্প ব্যবস্থা করতে হত। সেক্ষেত্রে যাত্রীরাও হতাশ হয়ে পড়তেন। এবার সেই সমস্যা হবে না বলে আশাবাদী রেল।