বাংলা হান্ট ডেস্ক: PF (Provident Fund) অ্যাকাউন্ট হল এমন একটি অ্যাকাউন্ট যেটি সরকারি সংস্থা EPFO অর্থাৎ Employees’ Provident Fund Organisation দ্বারা রক্ষণাবেক্ষণ করা হয়। EPFO তার সদস্যদের বিভিন্ন সুবিধা প্রদান করে। যার মাধ্যমে সংগঠিত ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরা তাঁদের আর্থিক চাহিদা মেটাতে পারেন। পাশাপাশি, জানিয়ে রাখি যে, EPFO-তে সাত বছর পূর্ণ হওয়ার পরে, বিবাহের মতো বড় অনুষ্ঠানের খরচ মেটাতে আপনি PF অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেন।
বিয়ের জন্য PF থেকে টাকা তোলার সুবিধা: EPFO তার সদস্যদের বিয়ে বা তাঁদের পরিবারের কারোর বিয়ের জন্য অগ্রিম উত্তোলন করার সুবিধা প্রদান করে। এর মাধ্যমে, যেকোনো PF হোল্ডার খুব সহজেই বিয়ের মতো বড় অনুষ্ঠানের খরচ বহন করতে পারেন। শুধু তাই নয়, এর ফলে তাঁকে আর খরচ সামলানোর জন্য ঋণ নেওয়ার ক্ষেত্রে ব্যাঙ্কে যেতে হয় না এবং তিনি বিপুল সুদের ঝামেলা থেকেও রক্ষা পান।
Member can avail EPF marriage advance facility on completion of seven years of membership.#AmritMahotsav #epfowithyou #advanceformarriage #epf #PF #पीएफ @PMOIndia @byadavbjp @Rameswar_Teli @LabourMinistry @PIB_India @MIB_India @AmritMahotsav @mygovindia pic.twitter.com/TIs8aNdBeq
— EPFO (@socialepfo) October 18, 2023
বিয়ের জন্য PF থেকে কখন টাকা তুলতে পারবেন: এই প্রসঙ্গে EPFO-র দেওয়া তথ্য অনুযায়ী, PF অ্যাকাউন্ট খোলার সাত বছর পূর্ণ হওয়ার পরে, আপনি আপনার PF অ্যাকাউন্ট থেকে বিয়ের জন্য টাকা তুলতে পারবেন। তবে এর সাথে কিছু শর্ত রয়েছে। সেগুলি হল:
আরও পড়ুন: এটাই হল ভারতীয়দের পাওয়ার! আস্ত খাটকে গাড়ি বানিয়ে পেট্রোল পাম্পে পৌঁছলেন যুবক, ভাইরাল ভিডিও
১. PF হোল্ডার কেবলমাত্র তাঁর ছেলে/মেয়ে বা ভাই/বোন এবং নিজের বিয়ের জন্য টাকা তুলতে পারবেন।
২. এক্ষেত্রে সুদ সহ ৫০ শতাংশের বেশি অবদান তোলা যাবে না।
৩. PF-এ সাত বছর পূর্ণ করতে হবে।
৪. বিয়ে ও শিক্ষার জন্য তিনবারের বেশি টাকা তোলা যাবে না।
আরও পড়ুন: ধুলোয় মিশে যাবে চিনের অহঙ্কার! আমেরিকার এই প্ল্যানে দেওয়ালে পিঠ ঠেকবে জিনপিংয়ের
বিয়ের জন্য টাকা তোলার সময়ে এই বিষয়গুলি মাথায় রাখুন: কোনো PF হোল্ডার যদি বিয়ের জন্য টাকা তোলার বিষয়ে পরিকল্পনা করে থাকেন। সেক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলি মাথায় রাখতে হবে।
১. UAN নম্বর সক্রিয় থাকতে হবে।
২. PF অ্যাকাউন্ট আধারের সাথে লিঙ্ক থাকতে হবে।
৩. আপনি অনলাইন এবং অফলাইন উভয় ক্ষেত্রেই এই সুবিধাটি পেতে পারেন।
৪. আবেদন করার কয়েক দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে।