আচমকাই দিল্লি থেকে বিশেষ CBI অফিসারকে ডাক! নিয়োগ দুর্নীতি কাণ্ডে হাইকোর্টের নির্দেশে তুলকালাম

বাংলা হান্ট ডেস্কঃ বঙ্গের নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই-কে সিট (SIT) পুনর্গঠনের নির্দেশ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। সিবিআই (CBI) অফিসার স্নেহাংশু বিশ্বাসকে সিটে যুক্ত করার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly)।

প্রসঙ্গত দিল্লি সিবিআই অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের আধিকারিক স্নেহাংশু বিশ্বাসকে। দিল্লি সিবিআইয়ের সেই আধিকারিককেই এদিন কলকাতায় এনে সিটে যুক্ত করার নির্দেশ দিলেন জাস্টিস গাঙ্গুলি। দিল্লি সিবিআই থেকে, ২০ অক্টোবর ২০২৩ কলকাতা সিবিআইয়ের সঙ্গে যুক্ত করতে নির্দেশ দিয়েছেন বিচারপতি।

সিটকে আরও শক্তিশালী করে গড়তেই সিবিআই অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চের অফিসার স্নেহাংশু বিশ্বাসকে কলকাতায় আনতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এদিন ডিআইজি সিবিআই অশ্বিন শেনভিকে সিট পুনর্গঠনের জন্য দেওয়া নির্দেশ কার্যকর করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

আরও পড়ুন: আজই গ্রেফতার হতে পারেন পর্ষদ সভাপতি গৌতম পাল? হাইকোর্টের নির্দেশে থরহরিকম্প রাজ্যে

এদিন নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, “সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে আদালতকে বিরক্ত করার চেষ্টা চালাচ্ছে প্রাইমারি বোর্ড অফ এডুকেশন।” মামলার পরবর্তী শুনানি আগামী ২৯ নভেম্বর।

high court

প্রসঙ্গত, হাইকোর্টের নির্দেশে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে সিবিআই। বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করা হয়েছে। সেই দলেই এবার সিবিআই অফিসার স্নেহাংশু বিশ্বাসকে যুক্ত করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর