এবছর তৃতীয়াতেই যেন হয়ে গেল গতবছরের ষষ্ঠী! রেকর্ড ভিড় মেট্রোয়, লোকসংখ্যা শুনলে আঁতকে উঠবেন

বাংলাহান্ট ডেস্ক : এ বছর বেশ কিছু দুর্গা মন্ডপের উদ্বোধন হয়েছে মহালয়ার আগে। পিতৃপক্ষে দুর্গা মন্ডপ উদ্বোধন নিয়ে যতই তর্ক-বিতর্ক চলুক না কেন, আম বাঙালি কিন্তু শারদ উৎসবে গা ভাসিয়ে দিয়েছে। কলকাতা শহরে এখন চোখ মেললেই শুধু কালো মাথার ভিড়। শহরতলী তো বটেই, রাজ্য এমনকি দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় করছেন কলকাতায়।

সবার উদ্দেশ্য একটাই, যতটা পারা যায় ততটা পরিমাণ আনন্দ লুটে নেওয়া। এই অবস্থায় শহর কলকাতার পরিবহন ব্যবস্থা নিয়ে বিশেষ সতর্ক প্রশাসন। কিন্তু গতকালের কলকাতা মেট্রোর যাত্রী সংখ্যা ভেঙেচুরে দিয়েছে অতীতের সব রেকর্ড। গতকাল অর্থাৎ তৃতীয়ার দিন কলকাতা মেট্রোর যাত্রী সংখ্যা ছিল ৭ লাখেরও বেশি।

আরোও পড়ুন : নিম্নচাপের জেরে এবার পুজোতেও আপনার সঙ্গী হবে ছাতা! দক্ষিণবঙ্গের অনেক জেলায় দুর্যোগের সম্ভাবনা

তৃতীয়ার দিনই কলকাতা মেট্রোর ব্লু লাইন পার করে ফেলল নতুন মাইলস্টোন। সৃষ্টি করল নতুন রেকর্ড। উত্তর-দক্ষিণ কলকাতা মেট্রোকে ব্লু লাইন বলা হয়ে থাকে। একদিকে কবি সুভাষ, অন্যদিকে দক্ষিণেশ্বর স্টেশন। গতকালের  ভিড় আরো একবার প্রমাণ করল কলকাতা শহরের পরিবহন মানচিত্রে মেট্রোর গুরুত্ব কতটা।

আরোও পড়ুন : এক চার্জেই ছুটবে ৬০ কিমি! বাজারে এল মাত্র ৩১ হাজার টাকার চমকপ্রদ ইলেকট্রিক স্কুটার

রাস্তার যানজট এড়াতে অনেকেই ভরসা রাখেন মেট্রোর উপর। পাতাল পথে সহজেই এক জায়গা থেকে পৌঁছে যাওয়া যায় শহরের অন্য জায়গায়। সেই জন্যই কলকাতা এমনকি বাইরে থেকে আসা দর্শনার্থীদের প্রথম পছন্দ মেট্রো। মঙ্গলবার কলকাতা মেট্রোর মোট যাত্রী সংখ্যা ৭ লাখ ৬ হাজার ৬৫৭ জন। এদিন যাতায়াত করেছে মোট ২৮৮টি মেট্রো।

Untitled design 2022 07 14T093654.730

গতকাল রেকর্ড সংখ্যক যাত্রী সমাগম হয়েছে দমদম মেট্রো স্টেশনে। ৭৫,৩৪০ জন যাত্রী দমদম স্টেশনে এসেছেন। এরপর এসপ্ল্যানেডে ৫৪,৮২১ জন, রবীন্দ্রসদনে ৪৪,৫৪৫ জন, কালীঘাটে ৪৩,৮৭১ জন। গতবছর ষষ্ঠীর দিন অর্থাৎ ১লা অক্টোবর কলকাতা মেট্রো যাত্রী সংখ্যার নিরিখে রেকর্ড করে। সেবার ষষ্ঠীর দিন মেট্রোয় যাত্রী সংখ্যা ছিল ৭ লাখ ২৪ হাজার ৯০০ জন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর