পুজোর মরসুমে দারুন সুখবর! সরকারি কর্মীদের জন্য মোটা টাকা বোনাস ঘোষণা করল কেন্দ্র সরকার

বাংলা হান্ট ডেস্কঃ পুজোর মরসুমে কেন্দ্রীয় সরকারী কর্মীদের (Central Government Workers) জন্য বিরাট সুখবর। উৎসবের আবহে নিজের কর্মচারীদের জন্য দিওয়ালি বোনাস (Bonus) অনুমোদন করেছে কেন্দ্র সরকার (Centre)। ইতিমধ্যেই এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রতিবারের ন্যায় এবারেও কেন্দ্রীয় কর্মীদের উপহারে ভরিয়ে দিল সরকার।

বোনাসের অনুমোদনের বিষয়ে অর্থ মন্ত্রণালয় তরফে অনুমোদন মিলেছে। জানিয়ে রাখি এটি কেন্দ্রের কর্মচারীদের নন-প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস (অ্যাডক বোনাস)। এই বোনাসে, ৩০ দিনের বেতনের সমতুল স্যালারি পাওয়া যায়। সর্বোচ্চ সাত হাজার টাকা বোনাস হিসেবে পাবেন কর্মীরা।

তবে সকলে কর্মচারীদের জন্য নয়, গ্রুপ-সি এবং নন গেজেটেড গ্রুপ-বি কর্মীদের জন্য ইউ বোনাস অনুমোদন করেছে কেন্দ্র। বোনাসের টাকা দেওয়া হবে গ্রুপ সি এবং গ্রুপ বি ক্যাটাগরির কর্মীদের। গ্রুপ বি এবং গ্রুপ সি ক্যাটাগরির আওতায় কেন্দ্রীয় সরকারের নন-গেজেটেড কর্মচারীরাও এই বোনাস পেয়ে থাকেন।

আরও পড়ুন: বিচারপতি সিনহার বিরুদ্ধে চ্যালেঞ্জ করে জয় কুন্তলের! ‘নির্যাতন’ মামলায় বড় নির্দেশ ডিভিশন বেঞ্চের

কেন্দ্রের নির্দেশিকা অনুসারে যে সমস্ত কর্মচারী উৎপাদনশীলতা লিঙ্ক বোনাস প্রকল্পের আওতায় পরে না, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী ও সশস্ত্র বাহিনীর যে সমস্ত কর্মী বোনাস পাওয়ার যোগ্য, তাঁদেরও অ্যাডহক ভিত্তিতে বোনাস দেওয়া হবে।

modi

আরও পড়ুন: আজই গ্রেফতার হতে পারেন পর্ষদ সভাপতি গৌতম পাল? হাইকোর্টের নির্দেশে থরহরিকম্প রাজ্যে

এছাড়া অস্থায়ী কর্মচারীরাও বোনাস পাওয়ার যোগ্য। সরকারি কর্মচারীদের গড় বেতনের উপর ভিত্তি করে বোনাস যোগ করা হয়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর