হার্দিকের চোট, হাতে বল তুলে নিলেন বিরাট কোহলি! ম্যাজিকের প্রত্যাশায় পুনে

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বাংলাদেশের বিরুদ্ধে (India vs Bangladesh) আজ পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল (Indian Cricket Team)। ভারত টুর্নামেন্টে এখনো অবধি সেই দুটি দলের মধ্যে একটি যারা কোন ম্যাচ হারেনি। ভারত ছাড়া যে দলটি কোনও ম্যাচ হারেনি এই টুর্নামেন্টে সেই দলটি হল নিউজিল্যান্ড এবং ভারত বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের পর তাদেরই মুখোমুখি হবে। অবশ্য বাংলাদেশের বিরুদ্ধে যেহেতু শেষ কয়েক সাক্ষাতে বিরাট কোহলিদের (Virat Kohli) ফলাফল খুব একটা ভালো নয় তাই চিন্তায় থাকতে হবে এই ম্যাচ নিয়েও।

তবে এই ম্যাচে নামার আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। চোটের জন্য ছিটকে গিয়েছেন সাকিব আল হাসান এবং দলে নেই ফাস্ট বোলার তাস্কিন আহমেদ। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন চোট পেয়েছিলেন সাকিব। এখনো ১০০ শতাংশ সুস্থ হননি বলে তিনি জানিয়েছেন। বিশ্বকাপের আগেই তিনি নিজেই বলেছিলেন কোন ক্রিকেটার সম্পূর্ণ সুস্থ না হলে তার মাঠে নামা উচিত নয়। এই নিয়ে অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গে তার ঠান্ডা লড়াইও চলছিল। তবে নিজের ক্ষেত্রে নিজের বলা সেই উক্তির মান রাখলেন সাকিব।

তাকে ছাড়া ব্যাটিং করতে নেমে অবশ্য শুরুটা ভালো করেছে বাংলাদেশ। সিরাজ ও বুমরার প্রাথমিক ওভারগুলি সামনে নিয়ে ৮.৩ ওভারে ৪৫ রান তুলেছে বাংলাদেশ। তারপর হার্দিক পান্ডিয়া চোট পাওয়া যায় প্রতিবেদনটি লেখার মুহূর্তে খেলা বন্ধ রয়েছে কিছুক্ষণের জন্য। বল আটকাতে গিয়ে নিজের বোলিংয়ের সময়ই পায়ে মারাত্মকভাবে আঘাত পেয়েছেন হার্দিক। তবে মোটামুটি ১৫ মিনিট মাঠে সুস্থ হওয়ার চেষ্টা করার পর মাঠ ছাড়তে বাধ্য হয়েছেন হার্দিক। তার জায়গায় নিজের হাতে বল তুলে নিয়েছেন বিরাট কোহলি।

রোহিত শর্মা এশিয়া কাপ চলাকালীন কথা দিয়েছিলেন যে প্রয়োজনে বিরাট কোহলি বা তাকে নিজে বোলিং করতে দেখা যাবে। সেই কথা এতদিনে এসে রাখছেন তিনি। বিরাট কোহলি অতীতে বোলিং করেছেন এবং তার নামের পাশে এই ম্যাচের আগে রয়েছে চারটি উইকেট। হার্দিকের ওই অবশিষ্ট ওভারে তিনি বল হাতে দিয়েছেন ৩ বলে ২ রান। কিন্তু তারপর শার্দূল ঠাকুর এসে রানের গতিতে আর আটক লাগাতে পারেননি। প্রথম পাঁচ ওভারে মাত্র দশ রান করলেও প্রথম ১০ ওভারে ৬৩ রান তুলেছে বাংলাদেশ। এরপর হয়তো বিরাট কোহলি কে আর বল করতে দেখা যাবে না কারণ স্পিনারদের আক্রমনে এনে ফেলেছেন রোহিত।

তবে ভারতীয় দল আজ টসে হেরে প্রথমে বোলিং করতে বাধ্য হচ্ছে। বাংলাদেশের এই ম্যাচের অধিনায়ক নাজমুল শান্ত এই সিদ্ধান্ত নিয়েছেন একটি বিশেষ কারণে। ফ্লাডলাইটের আলোয় ভারতকে বিপাকে ফেলার জন্য তাদের হাতে রয়েছে একটি মারাত্মক অস্ত্র।

আর সেই অস্ত্রের নাম হলো মুস্তাফিজুর রহমান। ভারতের বিরুদ্ধে ১১ ম্যাচ বোলিং করে তিনি মোট ২৫ টি উইকেট নিয়েছেন। তিনবার ভারতের বিরুদ্ধে এক ম্যাচে ৫ উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে তার। তাকে সামলাবার জন্য সতর্ক থাকতে হবে বিরাট কোহলিদের।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর