আরও জোরে ফাটানো যাবে বাজি! উৎসবের মরসুমে শব্দবাজির মাত্রায় বিরাট ছাড় দিল রাজ্য

বাংলা হান্ট ডেস্ক: আগের থেকে জোরে জোরে ফাটানো যাবে বাজি (Firecrackers)! এবার ১২৫ ডেসিবেল পর্যন্ত শব্দবাজির মাত্রায় ছাড় দিল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (Pollution Control Board)।

দূষণ ছড়ায় এমন বাজি আগেই নিষিদ্ধ করেছে রাজ্য (West Bengal) দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। উৎসবের সময় কেবল পরিবেশবান্ধব বাজিকেই ছাড় দেওয়া হয়েছে। তবে এতদিন এ রাজ্যের পরিবেশবান্ধব বাজির ক্ষেত্রেও শব্দমাত্রা ৯০ ডেসিবেল পর্যন্ত নির্ধারিত ছিল। তার থেকে বেশি শব্দ হয় এমন বাজিতে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু এবছর থেকে সেই মাত্রা ৯০ ডেসিবেল থেকে বাড়িয়ে ১২৫ ডেসিবেল করা হয়েছে।

এই মর্মে রাজ্যের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম‌্যান কল‌্যাণ রুদ্র এই প্রসঙ্গে বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী শব্দমাত্রা ১২৫ ডেসিবেল পর্যন্ত করা হয়েছে। তবে ‘সাইলেন্ট জোন’ থেকে ১০০ মিটারের মধ্যে মাইক্রোফোন বা শব্দবাজির ব্যবহারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। সেই সমস্ত জায়গায় ১২৫ ডেসিবেলের (125 Decibels) উপর শব্দবাজি ফাটানোর অভিযোগ এলেই আইনানুগ ব্যবস্থা নেবে পর্ষদ।’

 

উল্লেখ্য, এখন উৎসবের মরসুম। বাংলায় বর্তমানে চলছে দুর্গাপুজো (Durga Puja)। এই দুর্গাপুজোয় কম-বেশি শব্দবাজি ফাটানো হয়। কিন্তু এরপরেই আসবে দীপাবলি (Diwali)। সেই সময় প্রচুর পরিমাণে বাজি ফাটানো হয় রাজ্যজুড়ে। শব্দবাজিও ফাটানো হয় মুহুর্মুহু। এবার শব্দবাজি ফাটানোয় নিষেধাজ্ঞা থাকছে। তবে পরিবেশবান্ধব বাজির ক্ষেত্রে ১২৫ ডেসিবেল মাত্রা পর্যন্ত ছাড় দেওয়া হল।

Monojit

সম্পর্কিত খবর