বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ পুনের মাটিতে বিশ্বকাপে (2023 ODI World Cup) নিজেদের চতুর্থ ম্যাচ খেলতে নেমেছে ভারতীয় দল (Indian Cricket Team)। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। পরপর তিন ম্যাচ জিতে বেশ আত্মবিশ্বাসী ছিল রোহিত শর্মারা। মাঠে ও তার প্রতিফলন দেখা গেল বেশিরভাগ সময়।
সেদিন চোটের জন্য তারকা অলরাউন্ডার এবং বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান মাঠে নামতে পারেননি। তার জায়গায় দায়িত্বে থাকা নাজমুল শান্ত টসে জিতে প্রথমে ব্যাটিং করে নেওয়ার সিদ্ধান্ত নেন। আর শুরুটা চমৎকারভাবে করেছিলেন দুই ওপেনার তানজিদ তামিম (৫১) এবং লিটন দাস (৬৬)। কিন্তু তারা দুজন আউট হতেই বিপাকে পড়ে যায় বাংলাদেশ।
এর মাঝে একটি ঘটনা ঘটে। নিজের বোলিং এই ফলত শুরুতে পা দিয়ে বল আটকাতে গিয়ে মাটিতে ছিটকে পড়ে মারাত্মকভাবে চোট পান হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। প্রায় দশ মিনিট ধরে মাঠেই তাকে সুস্থ করে তোলার চেষ্টা করেন ফিজিও। কিন্তু তাতে কোন লাভ হয়নি। মাত্র তিন বল করে ড্রেসিংরুমের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন এই ভারতীয় অলরাউন্ডার।
প্রথম ইনিংস শেষ হওয়ার পর বিসিসিআই তার চোটের ব্যাপারে আপডেট দিয়েছে। খুব সম্ভবত তাকে আর ব্যাটিং করতে দেখা যাবে না প্রয়োজন হলে। বিসিসিআই জানিয়েছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তার স্ক্যানের রিপোর্ট প্রকাশে না আসা পর্যন্ত তার চোট কতটা গুরুতর সেটা জানানো যাবে না।
তাকে ছাড়া ভারতীয় দলের বোলিংয়ের সমস্যা হয়েছিল। একসময় যে বাংলাদেশকে মনে হচ্ছিল ২৩০-২৪০ রানের মধ্যেই আটকে যাবে, হার্দিক না থাকার দরুন সেই রানটা একটু বেড়ে যায়। ভারতের সামনে ২৫৭ রানের লক্ষ্য রাখতে সমর্থ হয় বাংলাদেশ। এর জন্য কৃতিত্ব প্রাপ্য অভিজ্ঞ মুশফিকুর রহিম (৩৮) এবং মাহমুদুল্লাহর (৪৬)। শেষ বলে ছক্কা মারেন শরিফুল।
আরও পড়ুন: কার ওপর ভর করে বাংলাদেশ সহ বাকি সকলকে হারাবে ভারত? রোহিতদের বড় তথ্য দিলেন সৌরভ
মূলত বাংলাদেশ রান তুলতে পেরেছে বুমরা বাদে ভারতের বাকি দুই পেসার সিরাজ (২/৬০) এবং শার্দুল ঠাকুরের (২/৫৯) সামনে। অসাধারণ বোলিং করেন ভারতের স্পিনাররা। কুলদীপ (১/৪৭) এবং জাদেজাকে (৩/৩৮) খেলতে গিয়ে সমস্যায় পড়েছিলেন। এর পাশাপাশি অসাধারণ ফিল্ডিং ও করেছে ভারত। রবীন্দ্র জাদেজা, লোকেশ রাহুল কিছু উড়ন্ত ক্যাচ নিয়ে নজর কাড়েন।