বাংলাহান্ট ডেস্ক: মহা পঞ্চমীর সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মালদার একটি পুজো মণ্ডপে। আগুনের তীব্রতা এতটাই ছিল পুড়ে ছাই হয়ে গেছে গোটা মন্ডপ। এমনকি পার্শ্ববর্তী স্থানেও আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গোটা এলাকায় বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে আগুন নেভানোর কাজ করছেন দমকল কর্মীরা।
কীভাবে এই বিধ্বংসী আগুন মণ্ডপে লাগল তা এখনো জানা যায়নি। মালদহের আমরা সবাই ক্লাবের পুজো মণ্ডপ উদ্বোধনের কথা ছিল বৃহস্পতিবার সন্ধ্যায়। পূর্ব পরিকল্পনা মতো আয়োজনও সারা হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ সবাই দেখেন যে মন্ডপের পার্শ্ববর্তী এলাকা ঢেকে গেছে কালো ধোঁয়ায়। দ্রুত আগুনের লেলিহান শিখার গ্রাসে চলে যায় গোটা পুজো মণ্ডপ।
আরোও পড়ুন : ওয়াক-ইন-ইন্টারভিউয়েই মিলবে চাকরি ! কর্মপ্রার্থীদের সুযোগ দিচ্ছে বেলেঘাটার আইডি হাসপাতালে
অবস্থা বেগতিক দেখে প্রথমে আগুন নেভানোর কাজ শুরু করেন স্থানীয়রা। এরপর দমকলে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছায় আগুন নেভাতে। অবস্থা এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে আগুন গোটা এলাকায় ছড়িয়ে পড়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। এরপর গোটা এলাকার বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করে শুরু হয় আগুন নেভানোর কাজ।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে এই আগুন লেগে থাকতে পারে। তবে ঘটনার তদন্ত না হলে সম্পূর্ণ তথ্য সামনে আসা সম্ভব নয়। এই অগ্নিকাণ্ডের ফলে পুড়ে ছাই হয়ে গেছে গোটা পুজো মন্ডপ। মহা পঞ্চমীর সন্ধ্যায় এই ধরনের দুর্ঘটনা ঘটে যাওয়ায় মন খারাপ পুজো উদ্যোক্তা থেকে স্থানীয় বাসিন্দা সবার।
ফিরহাদ হাকিমের কুমন্তব্যে তোলপাড় রাজ্য! কুণাল বললেন ‘ওই বিপ অংশ…’