দুর্দান্ত সুযোগ! একটা কম্পিউটারই বদলে দেবে ভাগ্য, চাকরি নিয়ে হাজির পশ্চিমবঙ্গ সরকার

বাংলাহান্ট ডেস্ক : বেকারদের জন্য দারুন সুখবর আনল পশ্চিমবঙ্গ সরকার। আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তাহলে আজকের এই প্রতিবেদনটি মন দিয়ে পড়ুন। আপনি চাকরির জন্য এদিক ওদিক হন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছেন? তাহলে পশ্চিমবঙ্গ সরকার আপনার সেই সমস্যার সমাধান করতে পারে। যদি আপনার ল্যাপটপ বা ডেস্কটপ থাকে তাহলেই আপনার জন্য রয়েছে কাজের সুযোগ।

রাজ্য সরকার রাজ্যের একাধিক জেলায় স্থাপন করেছে বাংলা সহায়তা কেন্দ্র। তবে খাদ্য দপ্তর চিন্তাভাবনা করছে রাজ্যের রেশন দোকানগুলিতে বাংলা সহায়তা কেন্দ্র গড়ে তোলা যায় কিনা। এই বিষয়ে খাদ্য দপ্তরের পক্ষ থেকে চিঠি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কিন্তু এখনো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।

আরোও পড়ুন : ‘নিম্ন আদালতের বিচারককে হুমকি দিয়েছেন অনুব্রত’, CBI-র অভিযোগ শুনে বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

প্রায় ৩৬০০ বাংলা সহায়তা কেন্দ্র রয়েছে রাজ্যের ২৩টি জেলায়। ৭,১২০-এরও বেশি মানুষ এই কেন্দ্রগুলিতে কাজ করছেন। রাজ্য সরকার লক্ষ্যমাত্রা নিয়েছে রাজ্যের প্রতিটি পঞ্চায়েতে বিএসকে (BSK) স্থাপনের। এমনকি চিন্তা-ভাবনা করা হচ্ছে প্রতিটি রেশন দোকানেও বাংলা সহায়তা কেন্দ্র গড়ে তোলার।

আরোও পড়ুন : ট্রেনে মল,মূত্র ত্যাগ করছেন! লাইনে কিন্তু পড়ে না কিছুই, তাহলে কোথায় যায় জানেন?

তবে জানা যাচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র গড়ে তোলার জন্য খরচ বহন করতে হবে রেশন ডিলারদের। এমনকি এই কেন্দ্র পরিচালনার খরচ ডিলারকে বহন করতে হবে।  এই প্রকল্প বাস্তবায়িত হলে রেশন দোকানগুলিতে  প্রয়োজন হবে আরও বেশি কর্মচারীর। কমন সেন্টার বা বাংলা সহায়তা কেন্দ্র গড়ে তোলা হলে খুব শীঘ্রই প্রচুর যুবক-যুবতীর কাজ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

img 20231020 143411

বিশেষ করে কম্পিউটার জানা থাকলে কাজের ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে। যদিও শেষ পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী সিদ্ধান্ত নেন তার ওপর গোটা ব্যাপারটা দাঁড়িয়ে রয়েছে। মুখ্যমন্ত্রীর অনুমোদন পেলেই খাদ্য দপ্তরের পক্ষ থেকে এই প্রকল্প শুরু করা হবে। রাজ্যের বিভিন্ন বাংলা সহায়তা কেন্দ্রে কাজ পাবেন বহু যুবক-যুবতী।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর