বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ব্যাঙ্গালোরে পাকিস্তানের বিরুদ্ধে (Pakistan vs Australia) চলতি বিশ্বকাপের (2023 ODI World Cup) অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়া পাকিস্তানের বিরুদ্ধে লড়াইটা দুর্দান্তভাবে শুরু করেছিল। ডেভিড ওয়ার্নার (David Warner) এবং মিচেল মার্শের (Mitchell Marsh) ওপেনিং জুটি একটি অসাধারণ আগ্রাসী ব্যাটিং প্রদর্শন করে। দুই অজি ওপেনার প্রথম উইকেটে ২৫৯ রানের একটি অসাধারণ জুটি গড়েছিল। দুজনেই শতরান করেন এবং তাদের মধ্যে ডেভিড ওয়ার্নার একটি বিশেষ কীর্তি গড়েছেন এবং ছুঁয়ে ফেলেছেন বিরাট কোহলিকে (Virat Kohli)।
এই পার্টনারশিপটিকে যেই বিষয়টা আরও বিশেষ করে তুলেছিল, সেটা হল ৩১তম ওভারে দুই ব্যাটারই একসাথে নিজেদের সেঞ্চুরি সম্পূর্ণ করে ফেলেন। ওয়ার্নার, দুজনের মধ্যে বেশি আক্রমণাত্মক ব্যাটিং করেছেন। মাত্র ৮৫ বলে খেলে তিনি নিজের সেঞ্চুরি ছুঁয়েছেন। আর আজ নিজের জন্মদিন ম্যাচ খেলতে নামা মার্শ তার সেঞ্চুরি সম্পূর্ণ করতে ১০১ বল নিয়েছিলেন। কিন্তু এরপরে পাকিস্তানকে লড়াইয়ে ফেরান শাহীন আফ্রিদি। প্রথম উইকেটে ওয়ার্নার আর মার্শের ২১২ বলে ২৫৯ রানের পার্টনারশিপ ছাড়া অস্ট্রেলিয়া আর কিছু করতে পারেনি ব্যাটিংয়ে।
পাকিস্তানকে দুর্দান্ত ভাবে ম্যাচে ফেরত আনেন শাহীন আফ্রিদি। প্রথম ফাস্ট বোলার হিসেবে ভারতের মাটিতে আয়োজিত এই বিশ্বকাপে তিনি ৫ উইকেট নেন। এই কাজটা এখনও প্রথমদিকে একটু রান বিলিয়ে দিলেও নিজের ১০ ওভারে শেষপর্যন্ত একটি মেডেন সহ ৫৪ রান দিয়ে ৫ টি উইকেট নিয়েছেন তিনি। ব্যাঙ্গালোরের মাঠে পাকিস্তান যদি একটু ঠান্ডা মাথায় প্রথম দিকে ব্যাটিং করতে পারে তাহলে এই কাজটা হয়তো একেবারে অসম্ভব হবে না কারণ প্রাথমিকভাবে অস্ট্রেলিয়া ৪০০ রানের গণ্ডি অতিক্রম করবে মনে হলেও শেষপর্যন্ত তাদের ইনিংস শেষ হয় সে ৩৬৭ রানে।
আজকের শতরানটি ছিল ওয়ার্নারের ৫০ ওভারের ফরম্যাটে ২১ তম শতরান। তার পাশাপাশি এটি ছিল পাকিস্তানের বিরুদ্ধে তার টানা চতুর্থ সাক্ষাতে করা চতুর্থ শতরান। কোনও এক নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে এই অসাধারণ কীর্তিটি তার আগে শুধুমাত্র ছিল ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলির। কোহলি এর আগে ২০১৭ থেকে ২০১৮ সালের মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টানা চারটি ওডিআই ম্যাচে শতরান করেছিলেন। ওয়ার্নারের ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে চারটি ওডিআই সাক্ষাতে যথাক্রমে ১৩০, ১৭৯, ১০৭ এবং আজ ১৬৩ রানের ইনিংস খেলেছেন।
তবে কোহলির রেকর্ড আজ তিনি ছুঁয়ে ফেললেও এবার সংকটে রয়েছেন রোহিত শর্মা (Rohit Sharma)। দুটি এমন রেকর্ড যেগুলি আপাতত কেবলমাত্র রোহিত শর্মারই সম্পত্তি, সেগুলি ভেঙে ফেলতে পারেন ডেভিড ওয়ার্নার। এটি ছিল ডেভিড ওয়ার্নারের ওডিআই কেরিয়ারের সপ্তম ইনিংস যেখানে তিনি ১৫০ রানের বেশি নিজের নামের পাশে যুক্ত করতে পেরেছেন। তার চেয়ে বেশি এই কাজটা একমাত্র করতে পেরেছেন ভারতীয় অধিনায়ক। আটবার ১৫০ রানের গণ্ডি ওডিআই ফরম্যাটে টপকাতে পেরেছেন রোহিত। ওয়ার্নারের পক্ষে সেই রেকর্ড ছুঁয়ে ফেলা অসম্ভব নয়।
আরও পড়ুন: পাকিস্তান বোলিংকে কুপিয়ে কোহলিকে ছুঁয়ে ফেললেন ওয়ার্নার! সামনে শুধু রোহিত
তাছাড়া আজকের ইনিংস্টি ছিল ওডিআই ফরমেটে আয়োজিত বিশ্বকাপে ডেভিড ওয়ার্নারের পঞ্চম শতরান। তার সামনে রয়েছে শুধুমাত্র সচিন (৬) এবং রোহিত (৭*)। রোহিত শর্মা চলতি বিশ্বকাপে নিজের রেকর্ডের পরোয়া না করে আগ্রাসী ব্যাটিং করছেন। ঠিক এই কারণেই বাংলাদেশ এবং পাকিস্তানের বিরুদ্ধে শতরান হাতছাড়া করেছেন তিনি। ওয়ার্নার যদি রোহিতের মত ভুল না করেন তাহলে এই বিশ্বকাপেই তার পক্ষে রোহিতকে ছুঁয়ে ফেলাটা একেবারেই অসম্ভব নয়।