বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) ইতিমধ্যে বিশ্বকাপে (2023 ODI World Cup) চারটি ম্যাচ খেলে ফেলেছে। এই ম্যাচগুলিতে ভারতীয় দল যথাক্রমে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তান এবং বাংলাদেশের বিরুদ্ধে দাপট দেখিয়ে জয় পেয়েছে। চার ক্ষেত্রেই ভারতীয় দল টসে জিতে বা হেরে প্রথমে বোলিং করে পরবর্তীতে রান তাড়া করে ম্যাচ জিতেছে। মজার ব্যাপার হলো শুধুমাত্র বিরাট কোহলি (Virat Kohli) বা রোহিত শর্মার (Rohit Sharma) ওপর নির্ভরশীল নয় এই দল।
ঠিক এই কারণেই বিশ্বকাপে ভারতের চারটি ম্যাচে ম্যাচের সেরার পুরস্কার জিতেছেন চারজন ভিন্ন ভিন্ন ক্রিকেটার। এই তালিকার মধ্যে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলির নামও রয়েছে। কিন্তু অনেকেই হয়তো বিশ্বাস করবেন না এই মুহূর্তে এই দুই ক্রিকেটার ভারতীয় দলের সবচেয়ে বড় মহাতারকা হলেও এই বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটার নন। বিরাট কোহলি ব্যর্থ হয়েছিলেন পাকিস্তানের বিরুদ্ধে। আর রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করেছিলেন।
তাহলে এই মুহূর্তে ভারতের সবচেয়ে ধারাবাহিক দুই ক্রিকেটার কে? এই প্রশ্নের যে জবাব আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি তার সঙ্গে হয়তো বেশিরভাগ মানুষই একমত হবেন। এই তালিকায় যে দুজনের নাম সবচেয়ে বেশি যোগ্য ভাবে উঠে আসে তারা হলেন লোকেশ রাহুল (KL Rahul) এবং যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)।
শুভমান গিল সম্পূর্ণ সুস্থ হয়ে ভারতীয় দলে প্রত্যাবর্তনের পর লোকেশ রাহুল যে একমাত্র ভারতীয় প্রিপার হিসেবে প্রথম একাদশে থাকবেন সেটা স্পষ্ট হয়ে যায়। তার প্রস্তুতি হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ থেকেই নিজেকে প্রস্তুত করছিলেন রাহুল। সেই সিরিজে তিনি অনেক ভুলভ্রান্তি করেছিলেন। কিন্তু বিশ্বকাপের মঞ্চে যেন একজন নিখুঁত ক্রিকেটার হয়ে উঠেছেন তিনি। ব্যাট হাতে দলের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করাটাও নিজের অভ্যাসে পরিণত করে ফেলেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তার ৯৭ রানের ইনিংসটি সকলের মনে থেকে যাবে বিশ্বকাপ শেষ হওয়ার পরেও।
আরও পড়ুন: হার্দিক নেই! কিউয়ি বধের জন্য এবার বড় অস্ত্র ব্যবহার করতে বাধ্য হচ্ছেন রোহিত
যশপ্রীত বুমরা প্রথম চার ম্যাচে ভারতীয় দলের একমাত্র এমন পেস বোলার ছিলেন যার উপর রোহিত শর্মা চোখ বন্ধ করে ভরসা করতে পারছিলেন। ৪ ম্যাচে ১০ উইকেট নিয়ে তিনি বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার দৌড়ে রয়েছেন। এই বিশ্বকাপে এখনো পর্যন্ত ভারতের প্রত্যেকটি প্রতিপক্ষের বিরুদ্ধেই তিনি সমান বিপজ্জনক ছিলেন।