সপ্তমীতে ধুতি-পাঞ্জাবি পরে কলকাতায় নাড্ডা! ‘অসুর শক্তির বিনাশ হবে’, রামমন্দিরে দাঁড়িয়ে তোপ তৃণমূলকে

বাংলা হান্ট ডেস্ক: অমিত শাহের পর এবার পুজোয় রাজ্যে এলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা‌ (J P Nadda)। সপ্তমীর সকালে কলকাতা বিমানবন্দরে পা রাখেন তিনি। তাঁকে স্বাগত জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar), বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari), সাংসদ দিলীপ ঘোষ-সহ(Dilip Ghosh) অন্যান্য নেতারা।

দমদম বিমানবন্দর থেকে নাড্ডা সোজা চলে যান হাওড়ার বেলিলিয়াস রোডের একটি পুজোতে। সেখানে তিনি দেবী দুর্গাকে আরতি করেন। এরপরে যান কলকাতার শোভাবাজার রাজবাড়িতে (Sovabazar Rajbari)। সেখানে তিনি পুষ্পাঞ্জলিও দেন। সঙ্গে ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, রাহুল সিনহা-সহ অন্যান্যরা।

এরই পাশাপাশি নিউমার্কেট দুর্গোৎসব, সন্তোষ মিত্র স্কোয়ারের (Santosh Mitra Square) পুজোয় অংশ নেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। সবশেষে নিউটাউনের একটি হোটেলে বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে একটি বৈঠক করতে পারেন তিনি। এমনটাই সূত্রের খবর। এদিন একেবারে বাঙালি বেশে ধুতি-পাঞ্জাবি পরে উৎসবের বাংলায় এসেছেন নাড্ডা।

j p nadda santosh mitra square

এদিন সন্তোষ মিত্র স্কোয়ারে দাঁড়িয়ে নাড্ডা বলেন, ‘অযোধ্যার রামমন্দির (Ram Mandir) উঠে এসেছে কলকাতায়।’ সেই সঙ্গে পরিবারবাদ এবং দুর্নীতির প্রসঙ্গ তুলে তৃণমূল (TMC) সরকারকে তোপ দাগেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। তিনি বলেন, ‘অসুর শক্তিকে বিনাশ করতে মা দুর্গা আমাদের শক্তি দিন। এটাই প্রার্থনা করেছি। আমি সবকা সাথ সবকা বিকাশ। সবাইকে একসঙ্গে নিয়েই হবে উন্নয়ন। অসুর শক্তির বিনাশ ঘটুক। শুভ শক্তির সাথে দেশ এগিয়ে চলুক।’


Monojit

সম্পর্কিত খবর