বাংলাহান্ট ডেস্ক : ২০১৬ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোট বন্দির ঘোষণা করেন। রাতারাতি বাতিল হয়ে যায় পুরোনো ৫০০ ও ১০০০ টাকার নোট। বাজারে আসে নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট। এরপর থেকে বিভিন্ন সময়ে খবর আসতে থাকে যে বাজার থেকে খুব শীঘ্রই তুলে নেওয়া হবে ২০০০ টাকার নোটও। নতুন নোট চালুর প্রায় ৭ বছর পর রিজার্ভ ব্যাংক ঘোষণা করে বাজার থেকে তুলে নেওয়া হবে ২০০০ টাকার নোট।
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বিজ্ঞপ্তি দিয়ে জানায়, ৩০ সেপ্টেম্বর, ২০২৩ এর মধ্যে ব্যাংকে জমা দিয়ে দিতে হবে ২০০০ টাকার নোট। এরপর থেকে অনেকেই বলতে থাকেন যে বাজারে ২০০০ টাকার নোটের বিলুপ্তি ঘটানোর পর রিজার্ভ ব্যাংক নতুন ১০০০ টাকার নোট নিয়ে আসবে। তারপরেই রীতিমতো তোলপাড় শুরু হয় সারা দেশজুড়ে। আমজনতার মুখে হাসি ফুটে উঠতে থাকে।
সমাজমাধ্যমেও এই ধরণের খবর বেশ ভাইরাল হয়েছে। অনেকের মনেই প্রশ্ন উঠতে থাকে সত্যি কি ফের বাজারে ফিরতে চলেছে ১০০০ টাকার নোট? এমন আবহে সংবাদ সংস্থা এনআইএ বড় খবর দিল। এনআইএ তাদের অফিসিয়াল এক্স প্লাটফর্মে লিখেছে, সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গেছে রিজার্ভ ব্যাংক বাজারে ১০০০ টাকার নোট ছাড়ছে না। অর্থাৎ এর থেকে স্পষ্ট রিজার্ভ ব্যাংক এখন আর ফিরিয়ে আনবে ১০০০ টাকার নোট।
বর্তমানে দেশের এটিএম মেশিনগুলি থেকে অধিকাংশ সময়ে ৫০০ টাকার নোট নির্গত হয়। প্রথম নোট বন্দির পর কিছুদিন ২০০০ টাকার নোট এটিএমে উপলব্ধ থাকলেও, পরবর্তীকালে রিজার্ভ ব্যাংক ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দেয়। এরপর চলতি বছর রিজার্ভ ব্যাংক জানায়, বাজার থেকে তুলে নেওয়া হবে ২০০০ টাকার নোট। সম্প্রতি রিজার্ভ ব্যাংক জানিয়েছে, বাজারে যত পরিমান ২০০০ টাকার নোট আছে তার ৭৬ শতাংশ ফিরত এসেছে।