সব ভন্ডুল! আজ থেকেই খেলা শুরু করবে নিম্নচাপ, কোথায় কোথায় বৃষ্টি? জানাল আবহাওয়া দফতর

বাংলা হান্ট ডেস্ক: আজ মহা অষ্টমী। সকালে শাড়ি-পাঞ্জাবীতে অঞ্জলি। জমিয়ে ভোগ খাওয়া আর আড্ডা। বাঙালির শ্রেষ্ঠ উৎসবের আনন্দে মাতোয়ারা বঙ্গবাসী। তবে সকলের মনে প্রশ্ন একটাই। উৎসবের আনন্দ মাটি হবে না তো? পুজোর আনন্দে জল ঢালবে নাতো বৃষ্টি? আজ মহাঅষ্টমীর দিন কেমন থাকবে আবহাওয়া? জানুন কী বলছে হাওয়া অফিস।

মহাষ্টমীতে গোটা রাজ্যে কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। তবে, ভোলবদল হবে আগামীকাল। দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হয়েছে। যা আজই অর্থাৎ ২২ অক্টোবরের মধ্যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর নিম্নচাপে পরিণত হবে। তারপর উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হবে। যার প্রভাবে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে বর্ষণ হবে।

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস আজ বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে (South Bengal)। পাশাপাশি উত্তরবঙ্গেও (North Bengal) বৃষ্টি হবে না। আবহাওয়া দফতরের পূর্বাভাস বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ নবমীতে পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের রূপ নিতে পারে।

আরও পড়ুন: আজকের রাশিফল ২১ অক্টোবর শনিবার! বড় ঠাকুরের কৃপায় ভুলে যান ব্যর্থতা, সফলতার শিখরে পৌঁছবে চার রাশি

এর জেরে নবমী এবং দশমীতে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। অষ্টমী পর্যন্ত আকাশে মেঘ জমলেও ভারী বৃষ্টি হবে না বলেই পূর্বাভাস।অষ্টমী পর্যন্ত নির্বিঘ্নেই কাটবে পুজো। তাপমাত্রারও সেরকম হেরফের হবে না বলে আবহাওয়া দফতর সূত্রে খবর। উত্তরে কিছুটা কমবে তাপমাত্রা।

weather pujo

নবমী এবং দশমীতে কলকাতা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি। দক্ষিণবঙ্গের বাকি জেলায় আবহাওয়া শুষ্কই থাকবে। আজ ষষ্ঠীর দিন উত্তরের দার্জিলিং কালিম্পঙ জেলায় সামান্য বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী এলাকায় ঝোড়ো হাওয়া চলতে পারে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর