বাংলা হান্ট ডেস্কঃ পুজোর মধ্যেই সুখবর। সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অতিরিক্ত চার শতাংশ ডিএ(Dearness Allowance) বৃদ্ধির কথা ঘোষণা করেছে মোদী সরকার। আর এবার ডিএ বাড়লো রাজ্য সরকারি কর্মীদের। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা না বাড়লেও তা বেড়ে হয়েছে ৩৮.৭৫ শতাংশ। একেই উৎসবের মরশুম, তার ওপর সরকারের এই পদক্ষেপে যথেষ্ট খুশি রাজ্য সরকারি কর্মচারীরা।
জানিয়ে রাখি, শনিবার রাতে কর্ণাটক (Karnataka) সরকারের তরফে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে। মহার্ঘ ভাতা ৩.৭৫ শতাংশ বাড়ানো হচ্ছে বলে বিজ্ঞপ্তি জারি করেছে সে রাজ্যের সরকার।যদিও কেন্দ্রীয় হারে ডিএ না বাড়ায় কিছুটা হতাশা রয়েছে কর্মচারীদের মধ্যে। তবে পুজোর মরসুমে সরকারের পদক্ষেপে খুশি সকলে।
কর্ণাটক সরকারের তরফে জানানো হয়েছে, ডিএ বাড়ানোর ফলে সরকারের এক বছরে ১,১০৯ কোটি টাকা অতিরিক্ত খরচ হতে চলেছে। প্রসঙ্গত, কিছুদিন আগেই অতিরিক্ত ৪% DA বৃদ্ধির কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। এই বর্ধিত হারে মহার্ঘ ভাতা আগামী জুলাই মাস থেকে কার্যকর হতে চলেছে। আগে ৪২% DA পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। আর সম্প্রতি তা ৪% বেড়ে হল ৪৬.
আরও পড়ুন: পুজোর মধ্যেই কলকাতায় জঙ্গি-হানার সতর্কবার্তা! নড়েচড়ে বসল লালবাজার, শুরু অ্যাকশন
এদিকে পশ্চিমবঙ্গ ও কেন্দ্র সরকারের DA-র ব্যবধান বর্তমানে ৪০ শতাংশ। দীর্ঘদিন ধরে বকেয়া মহার্ঘ ভাতা ইস্যুতে উত্তাল বাংলা। একদিকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে পথে নেমে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা।
সর্বোচ্চ আদালতে চলছে মামলা। যদিও সুপ্রিম কোর্টে (Supreme Court) বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি। এককথায় ঝুলে রয়েছে DA মামলা। পুজোর আগেই বকেয়া DA মিটিয়ে দেওয়ার দাবিতে সরব হয়েছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। তবে সরকার নীরব। তাই এবার পুজোর পর পশ্চিবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা ডিএ আদায় করতে আরও তীব্র অন্দোলনের নামবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন।