পুজোতেও চুলোচুলি! মণ্ডপ চত্বর থেকে দলের পতাকা ছেঁড়ায় থানায় ছুটলো TMC, খেজুরিতে শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ আজ মহাঅষ্টমী। আর একটা দিন, তারপর উমার বিদায়। তবে মায়ের আগমনে কী থেমে রয়েছে হিংসা-দ্বন্দ্ব? না একেবারেই নয়। পুজোতেও রাজনৈতিক তরজা অব্যাহত। এবার শাসকদল তৃণমূল কংগ্রেসের (Trinamool) পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল পূর্ব মেদিনীপুরের (Purbo Medinipur) খেজুরি। ওই ঘটনার ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

শাসকদলের অভিযোগ তাদের দলীয় পতাকা ছিঁড়ে ফেলেছে খেজুরি দু’নম্বর ব্লকের কুঞ্জপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় সর্বজনীন দুর্গাপুজো কমিটি। আর এই নিয়ে পুজোর মধ্যেই শুরু বিবাদ। সেই ঝামেলার জল গড়িয়েছে সটান থানা পর্যন্ত।

খেজুরির ওই পুজো কমিটির বিরুদ্ধে লিখিতভাবে খেজুরি থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের অভিযোগ, ওই পুজো দুর্গাপুজো প্রাঙ্গনের পাশেই কয়েকটি জায়গায় রাস্তার উপরে তাদের দলীয় পতাকা লাগানো ছিল। তৃণমূলের সেই পতাকা গুলি ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে পুজো কমিটির বিরুদ্ধে।

আরও পড়ুন: নারী শক্তির অভ্যর্থনা! উত্তরে ঝাঁসির রানির দুর্গে এবারে রেকর্ড ভিড়, জানুন সেরা এই পুজোর ঠিকানা

এই নিয়ে খেজুরি দু’নম্বর ব্লক টিএমসি সভাপতি শ্যামল কুমার মিশ্র থানায় অভিযোগ দায়ের করেছেন। তৃণমূলের দাবি, ওই পুজো কমিটির সদস্যদের মধ্যে অধিকাংশই বিজেপির সমর্থক। তাই ইচ্ছা করেই পুজোর সময় তারা এই কাণ্ড ঘটিয়েছে।

tmc bjp flag

অন্যদিকে শাসকদলের অভিযোগ সম্পূর্ণরূপে অস্বীকার করেছে পুজো কমিটি। এই বিষয়ে পাল্টা কাঁথি সাংগঠনিক জেলা বিজেপি নেতৃত্ব অসীম মিশ্র বলেন, পুজোর মধ্যেও এই সব ঘটনার সাথে রাজনীতিকে টেনে আনা হচ্ছে। এসব না করে পুজো কমিটির মেম্বারদের সঙ্গে কথা বলে বিষয়টি মিটমাট করে নেওয়া যেত।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর