ভেঙে গেল কিংবদন্তি আমলার রেকর্ড! শুভমান গিলের মুকুটে এলো নতুন পালক

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ ভারতীয় দল (Indian Cricket Team) বিশ্বকাপে (2023 ODI World Cup) নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নেমেছে। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী নিউজিল্যান্ড। রোহিত শর্মা (Rohit Sharma) টসে জেতার পর ভারতীয় দলের হয়ে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। মহম্মদ শামির অসাধারণ বোলিং সত্ত্বেও ড্যারেল মিচেল (১৩০) ও রাঁচিন রবীন্দ্রর (৭৫) ব্যাটে ভর করে ভারতের সামনে জয়ের জন্য ২৭৪ রানের টার্গেট খাড়া করতে পেরেছে কিউয়িরা। আর সেই রান তাড়া করতে নেমে শুরুতেই বিশ্ব রেকর্ড করলেন শুভমান গিল (Shubman Gill)।

অস্ট্রেলিয়া ম্যাচ বাদ দিলে চলতে বিশ্বকাপে ভারতের টপ অর্ডার বিধ্বংসী ব্যাটিং করছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে রান তারা করতে নামার সময়ও সেই ঘটনার ব্যতিক্রম ঘটল না। শুরুতে রোহিত শর্মা এবং তারপরে শুভমান গিলও আগ্রাসী ব্যাটিং করে নিউজিল্যান্ডকে পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দেন। কিন্তু নিউজিল্যান্ডও এই বিশ্বকাপে ৪ ম্যাচ এমনি এমনিই অপরাজিত ছিল না। ভারতীয় ওপেনেরদের প্রাথমিক আক্রমণের ধাক্কা কাটিয়ে পাল্টা প্রত্যাঘাত করে দুই ভারতীয় ওপেনারকে পাঁচ রানের ব্যবধানে ড্রেসিংরুমে ফেরত পাঠায় তারা।

তবে এর মধ্যেই একটি বিশ্ব রেকর্ড গড়ে ফেলেন শুভমান গিল। আজ তিনি ৩১ বলে ২৬ রান করে আউট হয়েছেন। কিন্তু তার মধ্যেই বিশ্ব ক্রিকেটে দ্রুততম ক্রিকেটার হিসেবে ওডিআই ফরম্যাটে ২০০০ রান সম্পূর্ণ করার রেকর্ড গড়লেন। পেছনে ফেলে দিলেন দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি হাশিম আমলাকে।

gill 2000

এই ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচের আগে ওডিআই ফরম্যাটে দ্রুততম ২০০০ রান সম্পূর্ণ করার রেকর্ডটি ছিল দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ওপেনার হাশিম আমলার (Hashim Amla) নামের পাশে। ৪০ ইনিংস খেলে ওই কাজ করেছিলেন আমলা। শুভমান গিল এই ম্যাচের আগে ৩৭ ইনিংস খেলে ১৯৮৬ রান করেছেন। আজ ১৪ রানের গণ্ডি টপকে যেতেই এই রেকর্ড তার নামের সাথে জুড়ে যায়।

আরও পড়ুন: ভয়ের চোটে ভালো পারফরম্যান্স করছেন এই ভারতীয় ক্রিকেটার! একটু ভুল হলেই বাদ দেবেন রোহিত

তবে ভারতীয় দল আগ্রাসী ব্যাটিং করেও আপাতত কিছুটা চাপে রয়েছে। কুয়াশার কারণে এদিন ভারত বনাম নিউজিল্যান্ড ম্যাচ ১৫ মিনিটের জন্য স্থগিত হয়েছিল। তার আগে রোহিত শর্মা (৪৬) এবং শুভমান গিল (২৬) ড্রেসিংরুমে ফিরে গিয়েছিলেন। ম্যাচ পুনরায় শুরু হওয়ার পর আগ্রাসী ব্যাটিং করতে থাকা শ্রেয়স আইয়ার (৩৩) বোল্টের শিকার হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন। ভারতীয় দলের ফাতে এখনো সূর্যকুমার ও জাদেজার মতো ব্যাটিংয়ের অবসানও রয়েছে।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর