বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ ভারতীয় দল (Indian Cricket Team) বিশ্বকাপে (2023 ODI World Cup) নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নেমেছে। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী নিউজিল্যান্ড। রোহিত শর্মা (Rohit Sharma) টসে জেতার পর ভারতীয় দলের হয়ে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। মহম্মদ শামির অসাধারণ বোলিং সত্ত্বেও ড্যারেল মিচেল (১৩০) ও রাঁচিন রবীন্দ্রর (৭৫) ব্যাটে ভর করে বিরাট কোহলিদের (Virat Kohli) সামনে জয়ের জন্য ২৭৪ রানের টার্গেট খাড়া করতে পেরেছে কিউয়িরা।
সেই রান তাড়া করতে নেমে প্রতি ম্যাচের মতোই অত্যন্ত আগ্রাসী ভাবে ব্যাটিং শুরু করেছিলেন রোহিত শর্মা। কপিবুক ক্রিকেট ছাড়াও দলের প্রয়োজনে বেশ কিছু আনকনভেনশনাল শট খেলে রান কুড়িয়ে নিচ্ছিলেন। একসময় মনে হচ্ছিল যে একাই হয়তো আফগানিস্তান বা পাকিস্তান ম্যাচের মতো ভারতকে জয়ের দোড়গোড়ায় এনে দাঁড় করিয়ে দেবেন। কিন্তু ফাস্ট বোলার লকি ফার্গুসন আক্রমণে আসতেই তিনি ড্রেসিংরুমে ফেরেন। লকির বল তার ব্যাটের ভেতরের কানা ছুঁয়ে এসে মিডল স্টাম্প শুইয়ে দেয়। তার আগে ৪০ বলে ৪৬ রান করে ফেলেছিলেন রোহিত।
এই ম্যাচের আগে তার চলতি বিশ্বকাপে তার নামের পাশে ছিল ২৬৫ রান। বিরাট কোহলির আগেই তিনি প্রথম ক্রিকেটার হিসেবে এই বিশ্বকাপে ৩০০ রানের গণ্ডি পেরিয়ে যান। বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় শীর্ষে ছিলেন পাকিস্তানের মহম্মদ রিজওয়ান। আপাতত তাকে টপকে গিয়েছেন রোহিত।
আজ হয়তো বিরাট কোহলি তাকে টপকে গেলেন এই দিক দিয়েও। কারণ বিরাট কোহলির ইতিমধ্যেই ফ্রিজে থাকাকালীন ৩১১ রানের গণ্ডি টপকে গিয়েছেন। কিন্তু রোহিত শর্মা প্রথম ক্রিকেটার হিসেবে এই বিশ্বকাপে ৩০০ রানের গন্ডি ছুঁয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর তিনি যেটা করতে পারবেন সেটা কেউই ভাবেনি। কিন্তু এবার এমন আরেকটি রেকর্ড আজকের ম্যাচে রোহিত গড়ে ফেলেছেন যেটা ভাঙ্গা বিরাট কোহলির পক্ষেও সম্ভব হবে না।
আরও পড়ুন: দুরন্ত শামি! সুযোগ পেয়েই দিলেন যোগ্যতার প্রমাণ, ভালো ব্যাটিং করেও যেন আটকে গেল নিউজিল্যান্ড
আজ ৪টি ছক্কা মেরে প্রথম ভারতীয় ক্রিকেটের হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে ৫০টি আন্তর্জাতিক ছক্কা মারার রেকর্ড গড়লেন ছক্কা মারার রেকর্ড গড়লেন রোহিত। ভাঙ্গলেন নিজেরই ২০১৭ সালের ৪৮ ছক্কার রেকর্ড। এই টুর্নামেন্টে আর নয়টি ছক্কা মারতে পারলে এক বছরে সবচেয়ে বেশি ছক্কা মারের রেকর্ড হয়ে যাবে তারই নামে। আপাতত ৫৮ ছক্কা নিয়ে এই রেকর্ডটি রয়েছে কিংবদন্তি দক্ষিণ আফ্রিকান তারকা এবি ডিভিলিয়ার্সের নামের পাশে।