বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ ভারতীয় দল (Indian Cricket Team) বিশ্বকাপে (2023 ODI World Cup) নিজেদের পঞ্চম ম্যাচ খেলতে নেমেছে। এই ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী নিউজিল্যান্ড। রোহিত শর্মা (Rohit Sharma) টসে জেতার পর ভারতীয় দলের হয়ে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন। মহম্মদ শামির অসাধারণ বোলিং সত্ত্বেও ড্যারেল মিচেল (১৩০) ও রাঁচিন রবীন্দ্রর (৭৫) ব্যাটে ভর করে বিরাট কোহলিদের (Virat Kohli) সামনে জয়ের জন্য ২৭৪ রানের টার্গেট খাড়া করতে পেরেছিল কিউয়িরা।
সেই রান তাড়া করতে নেমে প্রতি ম্যাচের মতোই অত্যন্ত আগ্রাসী ভাবে ব্যাটিং শুরু করেছিলেন রোহিত শর্মা ও শুভমান গিল। কিন্তু প্রথম ১০ ওভার শেষ হতেই লকি ফার্গুসন আক্রমণে এসে দুই ওপেনারকেই ড্রেসিংরুমে ফেরত পাঠান। কিন্তু এখান থেকে ম্যাচের হাল ধরে নেন বিরাট কোহলি। লোকেশ রাহুলকে সঙ্গে নিয়ে তিনি এগোচ্ছিলেন। রাহুল চলতি টুর্নামেন্টে প্রথমবার আউট হন আজকে ব্যক্তিগত ২৭ রানের স্কোরে। এরপর সূর্যকুমার যাদব বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন কিন্তু বিরাট কোহলির ভুল কলেই তাকে রান আউট হয়ে ফিরতে হয়।
কিন্তু কোহলির ওপর এই ঘটনাগুলোর কোন প্রভাব পড়েনি রবীন্দ্র জাদেজাকে সঙ্গী করে তিনি ম্যাচ ফিনিশ করার দিকে এগিয়ে যান। বাংলাদেশ ম্যাচের মতো এই ম্যাচেও শেষ দিকে গিয়ে অনেকগুলি বল বাকি থাকা অবস্থায় নিজের শতরান পূর্ণ করার জন্য নির্দিষ্ট প্ল্যানিং করে ব্যাটিং করেন কোহলি। কিন্তু শেষপর্যন্ত তাকে হার মানতে হয়, ম্যাট হেনরির কাছে হার মানতে হয় তাকে। ১০৪ বলে আটটি চার এবং দুটি ছক্কা সহ ৯৫ রান করে আউট হন তিনি। শেষপর্যন্ত জাদেজা ৪৪ বলে ৩৯ রান করে ২০১৯ সালের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলকে জেতাতে না পারার যে আক্ষেপ যাদের যাদের মনে ছিল তা যেন আজ কিছুটা মিটিয়ে নিলেন তিনি।
কোহলি ৯৫ করলেও নিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিং করে ম্যাচের সেরা শামি। রোহিত শর্মা থেকে টুর্নামেন্টের প্রথম ৪ ম্যাচে সুযোগ দেননি। এই ম্যাচে হার্দিক পান্ডিয়া না থাকায় তিনি অটোমেটিক চয়েজ হয়ে ওঠেন। ভারতের বাকি দুই ফাস্ট বোলার সিরাজ এবং ভোমরা একটি করে উইকেট পেয়েছেন এবং নিজেদের ১০ ওভারে দুজনেই মাত্র ৪৫ রান দিয়েছেন।
আরও পড়ুন: ভেঙে গেল ক্রিস গেইলের রেকর্ড! বিরাট কোহলিই এখন ICC প্রতিযোগিতায় সবচেয়ে এগিয়ে
ভারতীয় দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোন আইসিসি টুর্নামেন্টের জয় পেয়েছিল ২০০৩ সালে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে বিশ্বকাপের ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ভারত। অর্থাৎ প্রায় ২০ বছরের অপেক্ষার অবসান ঘটলো আজ। সেই ম্যাচে সচিন টেন্ডুলকার অসাধারণ ব্যাটিং করেছিলেন, কিছুটা বিরাট কোহলির মতোই। তবে সেই ম্যাচে দুর্দান্ত বোলিং করে ম্যাচের সেরা হয়েছিলেন ফাস্ট বোলার জাহির খান। এই ম্যাচে অসাধারণ বোলিং করে ম্যাচের সেরা হন ফাস্ট বোলার মহম্মদ শামি।