১ ম্যাচ খেলেই বিশ্বরেকর্ড! কিন্তু শামির বড় ক্ষতি করে দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতীয় দল (Indian Cricket Team) বিশ্বকাপে (2023 ODI World Cup) টানা চারটি ম্যাচ জিতলেও রোহিত শর্মার (Rohit Sharma) দল নির্বাচন নিয়ে অনেকেই সন্তুষ্ট ছিলেন না। কোনও এক অজ্ঞাত কারণে ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই কোনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে না পারা শার্দূল ঠাকুরকে নিয়মিতভাবে খেলিয়ে যাচ্ছিলো টিম ম্যানেজমেন্ট। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে চোট-আঘাতের সমস্যার কারণে মহম্মদ শামি-কে (Md Shami) ভারতীয় একাদশে জায়গা দিতে বাধ্য হন অধিনায়ক রোহিত শর্মা। আর দলে এসেই ম্যাজিক দেখালেন শামি।

এই বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে প্রথম বলেই পেলেন উইকেট। তারপর নিজের দ্বিতীয় ছেলে এসে ভাঙলেন রাঁচিন রবীন্দ্র ও ড্যারেল মিচেলের বিপজ্জনক পার্টনারশিপ। তারপর ডেথ ওভারে ফের বোলিং করতে এসে নিলেন আরও তিনটি উইকেট। সব মিলিয়ে নিজের ১০ ওভারে ৫৪ রান দিয়ে ৫ উইকেট নিয়ে নিউজিল্যান্ডকে ৩০০-র কাছাকাছি পৌঁছানো থেকে আটকালেন।

বিশ্বকাপের মঞ্চে এই নিয়ে নিজের ১২ তম ম্যাচ খেলছিলেন শামি। ১২ ম্যাচে তিনি পেয়ে গিয়েছেন ৩৬ উইকেট। ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এত কম ম্যাচ খেলে ৩৬ উইকেট আর কোনও বোলার পাননি। ভারতীয় বোলারদের মধ্যে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন জাহির খান। ২৩ ম্যাচ খেলে তার নামের পাশে রয়েছে ৪৪ উইকেট। এই বিশ্বকাপের শুরু থেকে শামিকে দলে জায়গা দিলে হয়তো জাহিরের রেকর্ড ভাঙার খুব কাছাকাছি পৌঁছে যেতেন তিনি। তবে এখনো শামির কাছে সুযোগ রয়েছে এই রেকর্ড ভেঙে দেওয়ার।

shami bumrah

এছাড়া শামি গতকাল আরও একটি রেকর্ড গড়েছেন। এর আগে ২২৫ এবং ২২৭টি ম্যাচ খেলে যথাক্রমে ভারতের হয়ে সবচেয়ে বেশি ফাইফার নেওয়ার রেকর্ডটি ছিল হরভজন সিং এবং জাভাগল শ্রীনাথের নামে। দুজনেই নিজেদের ওডিআই কেরিয়ারে তিনটি করে ফাইফার নিয়েছিলেন। এদিন নিউজল্যান্ডের বিরুদ্ধে নিজের ওডিআই কেরিয়ারে মাত্র ৯৪তম ওডিআই ম্যাচ খেলতে নেমেই তাদেরকে ছুঁয়ে ফেলেছেন শামি। তার নামের পাশেও এখন তিনটি ফাইফার।

আরও পড়ুন: ব্যবধান ২০ বছরের! সৌরভের ভারতের পর ICC ইভেন্টে কিউয়িদের বিরুদ্ধে অবশেষে জয় পেলো রোহিতের দল

ম্যাচ শেষে সেরা পুরস্কার নিতে এসে শামি বললেন, “প্রথম বলে উইকেট নেওয়ার পর অনেক আত্মবিশ্বাস পেয়েছি। যদি আপনার সতীর্থরা ভালো করে থাকে, তাহলে আপনার উচিত তাদের সমর্থন করা। নিজের ভালোর চেয়েও এটা বেশি গুরুত্বপূর্ণ যে টিম ভালো পারফর্ম করছে। আমি এইটা বুঝতে পারছি। কাল ডেথ ওভারে উইকেট নেওয়াটা গুরুত্বপূর্ণ ছিল, আপনি সবসময় চান আপনার দলকে সেরা করে তুলতে। খুব খুশি যে আমি সেই উইকেটগুলি পেয়েছি এবং ভারত এখন পয়েন্টস টেবিলের শীর্ষে রয়েছে।”

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর