বাংলাহান্ট ডেস্ক : বিশ্বজুড়ে আর্থিক মন্দার ফলে চাকরির বাজারে সৃষ্টি হয়েছে অনিশ্চয়তা। একাধিক কোম্পানি কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে। এছাড়াও করোনা পরবর্তী সময়ে চাকরির বাজারের কী অবস্থা হয়েছে তা আমাদের সকলেরই জানা। এমন অবস্থায় অনেকেই চাইছেন ব্যবসা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে।
এমন বেশ কিছু ব্যবসা রয়েছে যেখানে স্বল্প বিনিয়োগ করে আয় করা যায় মোটা টাকা। অনেকেই পুঁজির অভাবে ব্যবসা শুরু করতে পারেন না। তবে এমন কিছু ব্যবসা রয়েছে যেগুলি স্বল্প বিনিয়োগেই শুরু করা যায়। পেট্রোল বা ডিজেলের কথা মাথায় আসলেই আমরা ভাবি যে এটি আসলে জীবাশ্ম জ্বালানি। মাটির তলা থেকে এগুলি তুলে আনা হয়।
আরোও পড়ুন : ১২ বছর আগে কেন নানুরে দুর্গাপুজো শুরু করেছিলেন কাজল শেখ? সত্যিটা জানলে চোখে জল আসবে
তবে জানেন আপনি জমিতে চাষ করতে পারবেন বায়ো ডিজেল? আমরা যে ব্যবসার কথা বলতে চলেছি সেখানে আপনারা জমিতে ফলাতে পারবেন ডিজেল। চলুন এই ব্যবসার বিস্তারিত জেনে নেব আমরা।জেট্রোফা গাছের নাম অনেকেরই জানা। বায়ো ডিজেল পাওয়া যায় এই গাছের বীজ থেকে।
আরোও পড়ুন : কর্মরত পুলিশের হাতে চিরকুট দিয়েই পালিয়ে গেলেন যুবক! যা লেখা তাতে.. চোখে জল আনবে আপনার
এই গাছের উৎপাদন থেকে আপনি উপার্জন করতে পারেন মোটা টাকা। জেট্রোফাকে সাধারণ ভাষায় ‘ডিজেল প্ল্যান্ট’-ও বলা হয়ে থাকে। অনুর্বর জমি সহ এই গাছ চাষ করা যায় যে কোনও জায়গায়। এই গাছ চাষ করার জন্য প্রয়োজন হয় না বেশি লাঙল, অর্থ বা সেচ ব্যবস্থার। বাজারে খুব সহজেই পেয়ে যাবেন এই গাছের বীজ।
বপন করার পর চার থেকে ছয় মাস এই গাছটিকে যত্ন নিতে হবে। এরপর এই চারাটি গাছে রূপান্তরিত হলে বছরের পর বছর ধরে দিতে থাকবে বীজ। এই গাছের বীজ থেকে পাওয়া যায় ২৫ থেকে ৩০ শতাংশ তেল। জেট্রোফা বীজ থেকে প্রাপ্ত তেলের প্রায় ১৮%-এর সাথে মিশ্রণ করা হয় আসল ডিজেল। এই ভাবে প্রস্তুত হয় বায়ো ডিজেল।