বাংলাহান্ট ডেস্ক : উৎসবের মরশুম শুরু হয়ে গেছে। দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছে গোটা বাংলা। একই সাথে আগামী কয়েকদিনের মধ্যে রয়েছে দশেরা, দীপাবলি, ভাই ফোঁটার মতো উৎসব। সব মিলিয়ে গোটা ভারতবর্ষ এখন ফেস্টিভ মোডে। উৎসবের কয়েকটা দিন প্রত্যেকেই চান বাঁধনহারা আনন্দ করতে।
এই কটা দিন মানুষ সুখ-দুঃখ ভুলে মেতে ওঠেন একে অপরের সাথে মিলন আনন্দে। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবদের সাথে চুটিয়ে আড্ডা মারা থেকে শুরু করে প্রিয় মানুষটার সাথে একান্ত সময় কাটানো, উৎসবের কটা দিন এই সব মুহূর্তই যেন আমাদের হাতছানি দিয়ে ডাকে। তবে আপনারা জানলে অবাক হবেন এই উৎসবের মরশুমে গোটা ভারতবর্ষেই বেশ বেড়ে যায় কন্ডোমের চাহিদা।
আরোও পড়ুন : এবার বাড়িতেই চাষ করুন ‘ডিজেল গাছ!’ পেট্রোল পাম্প না খুলেই আয় করতে পারবেন লক্ষ লক্ষ টাকা
উৎসবের দিনগুলিতে বিশাল পরিমাণ বিক্রি হতে থাকে কন্ডোম। তবে বেশ কিছু কারণ রয়েছে উৎসবের মরশুমে কন্ডোমের বিক্রি বৃদ্ধির পিছনে। উৎসবের মরশুমে এবার ২৫ থেকে ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে কন্ডোমের বিক্রি। একাধিক রাজ্যে এই বৃদ্ধির প্রবণতা দেখা গেছে। উৎসবের মরশুমে বিভিন্ন সংস্থা আকর্ষণীয় ডিসকাউন্টে পণ্য বিক্রি করে থাকে।
আরোও পড়ুন : কর্মরত পুলিশের হাতে চিরকুট দিয়েই পালিয়ে গেলেন যুবক! যা লেখা তাতে.. চোখে জল আনবে আপনার
যদি আমরা এই বৃদ্ধির কারণ বিশ্লেষণ করতে বসি তাহলে প্রথমেই যে জিনিসটা মাথায় আসবে সেটি হল, এই সময়টাতে আকর্ষণীয় অফার ও ডিসকাউন্টে পণ্য বিক্রি। তাই অনেকেই একসাথে ডিসকাউন্টে অধিক পরিমাণ কন্ডোম কিনে নেন। এ বছর উল্লেখযোগ্যভাবে কন্ডোমের বিক্রি বৃদ্ধি পেয়েছে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীরে।
বিভিন্ন সংস্থা এই সময়গুলোতে নিজেদের স্টক ক্লিয়ারেন্সের জন্য বেশি বেশি অফারে পণ্য বিক্রি করতে থাকে। এছাড়াও থাকে বিভিন্ন অনলাইন ই-কমার্স সংস্থার সেল। অধিক পরিমাণ ছাড়ে পাওয়ার জন্য বহু মানুষ রয়েছেন যারা এই সময়টাতে অধিক পরিমাণ কন্ডোম কিনে স্টক করে রাখেন। সব মিলিয়ে তুঙ্গে ওঠে লাভের অঙ্ক