সাংসদ পদ খারিজই নয়, আমরা ওকে জেলে দেখতে চাই! মহুয়ার বিরুদ্ধে সরব শুভেন্দু

বাংলা হান্ট ডেস্ক: এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মহানবমীর দিন তিনি বললেন, মহুয়া মৈত্র (Mahua Moitra) সংসদে অশ্রাব্য ভাষায় বিজেপিকে আদানির এজেন্ট বলে আক্রমণ করেন। উনি কার এজেন্ট সেটা পরিষ্কার হয়ে গিয়েছে। হিরানন্দানীর কর্মকর্তারা সেটা প্রকাশ্যে নিয়ে এসেছেন।

শুভেন্দু বলেন, পার্লামেন্টের প্রিভিলেজড কমিটি এবং সিবিআই এই দুটি সংস্থা তদন্ত করছে। তারা তাদের সিদ্ধান্ত জানাবে। এরই পাশাপাশি মহুয়াকে জেলে দেখতে চান বলেও মন্তব্য করেছেন বিরোধী দলনেতা।

শুভেন্দু বলেন, ‘এক যাত্রায় পৃথক ফল হয় না। ঠিক একই কারণে আগে সাংসদদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল এবারও তৃণমূলের এই সাংসদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হোক। এটাই আশা করছে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মানুষ। আমরা শুধু সাংসদ পদ খারিজ হোক সেটা দেখতে চাই না। আমরা ওকে জেলেও দেখতে চাই।’

উল্লেখ্য, টাকা এবং উপহার নেওয়ার বিনিময়ে সংসদে প্রশ্ন করার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। এরপর থেকে যদিও এই সাংসদের পাশে নেই তৃণমূল। আনুষ্ঠানিকভাবে সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ বলেন, এটা তাঁর ব্যাপার, তিনি বুঝে নেবেন। পাশাপাশি রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন এবং ফিরহাদ হাকিমও কিছু মন্তব্য করেছেন, যা মহুয়ার জন্য খুব একটা সুবিধাজনক নয়। এই আবহে এবার সুর চড়ালেন শুভেন্দু।


Monojit

সম্পর্কিত খবর