বাংলাহান্ট ডেস্ক : প্রতিনিয়ত ভারতীয় রেল সৃষ্টি করছে ইতিহাস। কেন্দ্রের নরেন্দ্র মোদির সরকার প্রতিনিয়ত চেষ্টা করছে ভারতীয় রেলওয়েকে নতুন উচ্চতায় নিয়ে যেতে। বিগত কয়েক বছরে মোদি সরকার যেভাবে ভারতীয় রেলের পরিবর্তন ঘটিয়েছে সেভাবে অতীতে কল্পনাও করা যেত না। একের পর এক প্রকল্পের মাধ্যমে ভারতীয় রেলের নবজন্ম হয়েছে বলা যেতেই পারে।
ভারতের গণপরিবহন ব্যবস্থার মূল মেরুদন্ডই হল এই রেল। প্রতিদিন কয়েক কোটি যাত্রী নিজেদের গন্তব্যে পৌঁছানোর জন্য ভরসা রাখেন রেল ব্যবস্থার উপর। আমাদের দেশের বহু মানুষ রয়েছেন যারা প্রত্যক্ষভাবে নির্ভরশীল এই রেলের উপর। প্রতিদিন ভারতীয় রেলের উদ্যোগে যাত্রীদের সুবিধার্থে চলাচল করে কয়েক হাজার ট্রেন। এগুলির মধ্যে অন্যতম একটি ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস।
বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পর বিপুল সফলতা অর্জন করেছে। এই ট্রেন চালু হওয়ার পর যেমন যাত্রী সাচ্ছন্দ্য বৃদ্ধি পেয়েছে, তেমনই লক্ষী লাভ হয়েছে রেলের কোষাগারেরও। যাত্রীদের বন্দে ভারতকে নিয়ে উন্মাদনা এতটাই বেশি যে বিমানের ভাড়া এর ফলে কুড়ি থেকে ত্রিশ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। লিঙ্গ ও বয়সের ভিত্তিতে সম্প্রতি যাত্রীদের কিছু ডেটা সংগ্রহ করেছে সেন্ট্রাল রেলওয়ে।
সবাইকে চমকে দিয়ে ভারতীয় রেল এমন একটি রিপোর্ট সামনে এনেছে যার রীতিমতো অবাক করে দেবে। সেন্ট্রাল রেলওয়ের চিফ পাবলিক রিলেশন্স অফিসার শিবরাজ মানসপুরে বলেছেন, বন্দে ভারত এক্সপ্রেস শুরু হওয়ার পর বিমান চলাচলে ১০-২০ শতাংশ এবং বিমানের টিকিটের দাম ২০-৩০ শতাংশ হ্রাস পেয়েছে। ৩৪ টি রুটে এই মুহূর্তে পরিষেবা দিচ্ছে বন্দে ভারত।
মুম্বাই থেকে শিরডি, গোয়া ও সোলাপুরগামী যাত্রীদের কাছ থেকে পাওয়া তথ্যে জানা গেছে, ১৫ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবরের মধ্যে মোট ৮৫,৬০০ পুরুষ, ৫৭,৮৩৮ জন মহিলা এবং ২৬ জন রূপান্তরকামী যাত্রা করেছেন এই ট্রেনে। এই ট্রেনে যে যাত্রীরা যাতায়াত করেছেন তাদের অধিকাংশ ৩১ থেকে ৪৫ বছরের মধ্যে। এরপর সব থেকে বেশি ভ্রমণ করেছেন ১৫ থেকে ৩০ বছর বয়সী যাত্রীরা।