নবমীতেই ঘুরে গেল খেলা! দশম অবতার-বাঘাযতীন, কে কাকে টেক্কা দিচ্ছে? দেখুন আয়ের খতিয়ান

বাংলা হান্ট ডেস্ক : চলতি পুজোয় বাঙালীর জন্য দেব (Dev) নিয়ে এসেছেন এক বীর বিপ্লবীর গল্প ‘বাঘা যতীন’ (Bagha Jatin)। অন্যদিকে সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে এসেছে থ্রিলার ছবি ‘দশম অবতার’ (Dawshom Awbotaar) । এছাড়াও মুক্তি পেয়েছে কোয়েলের ‘মিতিন মাসি’ ও মিমি চক্রবর্তীর ‘রক্তবীজ’। তবে পুজোর মধ্যে কোন ছবি দেখার জন্য বেশি ভিড় জমাচ্ছে মানুষ? চলুন দেখে নিই সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত বাংলা ছবির হালহকিকত।

চলতি বছর মুক্তি পাওয়া চারটি বাংলাছবি দশম অবতার, বাঘা যতীন, রক্তবীজ এবং জঙ্গলে মিতিন মাসি__প্রত্যেকেই যে মোটামুটি ভালো ব্যবসা করবে সে বিষয়ে নিশ্চিত ছিল প্রত্যেকেই। কারণ রহস্য বা ইতিহাসের পাতা থেকে টেনে আনা ছবি হলে বাঙালি যে হামলে পড়বে সেকথা বলাই বাহুল্য। যদিও এখনও পর্যন্ত কোন ছবি কাকে টেক্কা দিল সেই ছবি এখনও পরিস্কার নয়।

দেবের ‘বাঘা যতীন’র কথা বললে মিডিয়া বলছে, মুক্তির চারদিনের মাথায় ছবির মোট কালেকশন প্রায় ২.০৩ কোটি টাকা। অন্যদিকে সৃজিতের ‘দশম অবতার’র বক্স অফিস কালেকশনের কথা বললে মুক্তির তৃতীয় দিন পর্যন্ত এই ছবির দখলে ছিল প্রায় ১.৭৫ কোটি টাকা। এই ছবির চতুর্থ দিনের টোটাল কালেকশন এখনও সামনে আসেনি।

আরও পড়ুন : 

তবে তবে ‘বুক মাই শো’-এর বেলা সাড়ে চারটে পর্যন্ত গত ২৪ ঘণ্টার কলকাতায় টিকিট বুকিং দেখে বক্স অফিস কালেকশনের পরিসংখ্যান বোঝার চেষ্টা করা হল। এই নিরিখে প্রথম স্থানে দশম অবতার। মোট ১৬.৪৮ হজার টিকিট বুক হয়েছে। দ্বিতীয় স্থানে দেবের বাঘা যতীন। ১২.৩৭ হাজার টিকিটই বুকিং হয়েছে সেটির। তৃতীয় স্থানে থাকা রক্তবীজের বুকিং হয়েছে ১০.২৬ হাজার।

আগামী সময়ে অর্থাৎ দশমী এবং একাদশীতেও বক্স অফিসে খেলা ঘুরতে পারে। কারণ বিজয়া দশমীর দিন বেলাশেষে অনেকেই সিনেমা হলে ঢুঁ মেরে ঘুরে আসতে চান। এখন দেখার পুজোর শেষে কোন ছবির বক্স অফিস কালেকশন বেশি হয়। দৌড়ে অবশ্যই এগিয়ে দশম অবতার।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর