বাংলা হান্ট ডেস্ক: এবার একটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। মূলত, উৎসবের মরশুমেই রেলের কর্মীরা পেলেন দারুণ উপহার। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দশেরা (Dussehra) এবং দীপাবলি (Diwali) উপলক্ষ্যে ইতিমধ্যেই রেলওয়ে বোর্ড তার লক্ষাধিক কর্মচারীর মহার্ঘ ভাতা বা DA (Dearness Allowance) বৃদ্ধির ঘোষণা করেছে। যার ফলে এই হার ৪২ শতাংশ থেকে বেড়ে ৪৬ শতাংশ হয়েছে।
এছাড়াও, জানা গিয়েছে যে, এই বর্ধিত হার গত ২ জুলাই ২০২৩ থেকে কার্যকর করা হয়েছে। এই প্রসঙ্গে গত ২৩ অক্টোবর রেলওয়ে বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে, সর্বভারতীয় রেলওয়ের প্রশাসনিক কর্মকর্তারা DA বৃদ্ধির বিষয়টি ৪২ শতাংশ থেকে ৪৬ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছেন। এমন পরিস্থিতিতে, চলতি বছরের জুলাই মাস থেকে কর্মীদের এই বর্ধিত DA প্রযোজ্য হবে।
এই প্রসঙ্গে অল ইন্ডিয়া রেলওয়েম্যানস ফেডারেশনের সাধারণ সম্পাদক শিবগোপাল মিশ্র জানিয়েছেন, ২০২৩ সালের জুলাই থেকে কর্মচারীদের DA বৃদ্ধির বিষয়টি পেন্ডিং ছিল। যেটি কর্মচারীদের পাওয়ার অধিকার রয়েছে। এখন কর্মচারীরা সেই অধিকার পাচ্ছেন। এদিকে, সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, রেলওয়ে বোর্ডের এহেন সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি রেলের কর্মচারী ইউনিয়নগুলি।
আরও পড়ুন: এই গ্রামে ছিল না কোনো দুর্গাপুজো! রামকৃষ্ণ সেবাশ্রমের পুজোই সর্বজনীন এখানে, ভিড় জমে কুমারী পূজায়
ঘোষণা করা হয়েছে দীপাবলি বোনাসের: উল্লেখ্য যে, রেলওয়ে বোর্ডের DA বাড়ানোর সিদ্ধান্তের আগে কেন্দ্রীয় সরকার কর্মচারীদের দীপাবলি বোনাস উপহার দিয়েছিল। মূলত, কেন্দ্রীয় সরকার গ্রুপ সি এবং নন-গ্যাজেট গ্রুপ বি অফিসারদের জন্য এই বোনাসের ঘোষণা করে। কেন্দ্রীয় সরকারের তরফে এই বোনাসের সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে ৭,০০০ টাকা।
আরও পড়ুন: বিক্রি করেন গরুর দুধ ও গোবর! এখন কোটি টাকার বাংলো বানালেন এই কৃষক, চমকে দেবে আয়ের অঙ্ক
এমতাবস্থায়, এই বোনাসের জন্য মোট ১৫,০০০ কোটি টাকার অনুমোদন করেছে মন্ত্রিসভা। উল্লেখ্য যে, গত ১৮ অক্টোবর DA বৃদ্ধির বিষয়ে মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়। ওই বৈঠকে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়ে সম্মতি মিলেছে। এক্ষেত্রে ৪ শতাংশ বৃদ্ধির সঙ্গে সঙ্গে কর্মচারীদের DA-র হার ৪২ শতাংশ থেকে ৪৬ শতাংশে পৌঁছে গিয়েছে।