বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আফগানিস্তান বনাম পাকিস্তান (Pakistan vs Afghanistan) ম্যাচে পাকিস্তান (Pakistan Cricket Team) সহজেই জয় পাবে এমনটা আশঙ্কা করা হয়েছিল। ইংল্যান্ডকে হারানো আফগানিস্তান ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করতে পারে এমনটা অনেকেই বিশ্বাস করেননি। কাল টস জিতে বাবর আজমও (Babar Azam) হয়তো ভেবেছিলেন আফগানিস্তানের কাঁধে একটা বিশাল লক্ষ্যের বোঝা চাপিয়ে দেবেন। বিশ্বকাপে (2023 ODI World Cup) ভারতীয় দলের (Indian Cricket Team) বিরুদ্ধে অর্ধশতরানের পর কাল আবার হাফ-সেঞ্চুরি করেছিলেন পাক অধিনায়ক। কিন্তু ৭৪ রান করা পাক অধিনায়ক ও পাক ওপেনার আব্দুল্লা শফিকের (৫৮) পাশাপাশি পাকিস্তানের সবচেয়ে ভালো ছন্দে থাকা ব্যাটার মহম্মদ রিজওয়ানের উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে কোণঠাসা করে দিয়েছিলেন নূর আহমেদ।
শেষদিকে শাদাব খান এবং ইফতিকার আহমেদ ঝোড়ো ব্যাটিং না করলে ২৮২ অবধিও পৌঁছাতে পারত না পাকিস্তান। রান তাড়া করতে নেমে রাহমানুল্লাহ গুরবাজ প্রবল আক্রমণ করে শুরুতেই পাকিস্তান বোলারদের ব্যাকফুটে ঠেলে দেন। ঠান্ডা মাথায় বড় ইনিংস খেলেন অপর ওপেনার ইব্রাহিম জাদরান। দুই ওপেনারের মধ্যে ১৩০ রানের পার্টনারশিপ হওয়ার পরই ম্যাচ থেকে হারিয়ে গিয়েছিল পাকিস্তান। শেষপর্যন্ত ১ ওভার বাকি থাকতেই ৮ উইকেটে স্মরণীয় জয় পায় আফগানিস্তান। টানা ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের কাছে হেরে প্রবল চাপে পাকিস্তান। আর তাদের এই হারগুলোর একটা বড় কারণ হচ্ছে তাদের জঘন্য ফিল্ডিং।
কাল ম্যাচের শেষে পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমের সামনে প্রাক্তন ফাস্ট বোলার ও পাকিস্তান অধিনায়ক ওয়াসিম আক্রম (Wasim Akram) কড়া আক্রমণ করেছেন বাবর আজমদের। ভারতের মাটিতে নিজেদের ফিটনেস সংক্রান্ত কোনও খেয়ালই রাখছে না পাকিস্তান ক্রিকেট টিম, এমন অভিযোগ সরাসরি তুলেছেন তিনি।
আরও পড়ুন: পাকিস্তানকে হারিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কামান দাগলেন আফগান ওপেনার! অস্বস্তিতে পাক সরকার
তিনি নিজের বক্তব্যে বলেছেন, “একবার দলটির ফিল্ডিং বা ফিটনেস লেভেল দেখুন। আমরা গত ৩ সপ্তাহ ধরে বলেই যাচ্ছি যে এই খেলোয়াড়দের গত দুই বছর ধরে কোনও ফিটনেস পরীক্ষা নেওয়া হয়নি। ব্যক্তিগতভাবে আমি কিছু বলতে গেলেই এখন তাদের মুখ কালো হয়ে যাবে। ভারতের মাটিতে তারা দেশকে বিশ্বকাপের লড়াইয়ে রাখতে গিয়েছেন কিন্তু এদের দেখে মনে হচ্ছে যে তারা প্রতিদিন 8 কেজি করে মাটন খেয়ে মাঠে নামছে।”
আরও পড়ুন: কোহলির মুকুটে নতুন পালক! শতরান হাতছাড়া করেও পেছনে ফেললেন এই কিংবদন্তিকে
প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার মঈন খান (Moin Khan) আবার দোষ চাপিয়েছেন ভারতের ক্রিকেট বোর্ডের ওপর। এশিয়া কাপের আগে দীর্ঘদিন শ্রীলঙ্কার মাটিতে কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্যে অতিরিক্ত ধকল নিয়ে টেস্ট, ওডিআই, টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল পাকিস্তান। তারপর ভারতীয় দল পাকিস্তান যাবে না বলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) চাপে শ্রীলঙ্কার মাটিতে এই এশিয়া কাপ আয়োজনের কথা বলতেই সেই ব্যাপারেও রাজি হয়ে গিয়েছিল পিসিবি। মঈনের মতে এশিয়া কাপ শ্রীলঙ্কায় আয়োজিত হওয়ায় পাকিস্তানকে দেশের মাটি থেকে শ্রীলঙ্কা যাত্রা করার অতিরিক্ত ধকলও নিতে হয়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের এই সিদ্ধান্তের জন্য দলটা একেবারেই বিশ্বকাপের আগে বিশ্রাম নিতে পারেনি বলে আজ ফিল্ডিংয়ের ও ফিটনেসের এই অবস্থা বলে দাবি করছেন তিনি।