বাংলা হান্ট নিউজ ডেস্কঃ আজ দক্ষিণ আফ্রিকা (South Africa Cricket Team) টসে জিতে ব্যাটিং নেওয়ার পর প্রথমে বাংলাদেশের বোলারদের সামনে তাদের খুব একটা ভালো ছন্দে দেখায়নি। ডি কক একপ্রান্তে অসাধারণ হলেও বাংলাদেশের (Bangladesh Cricket Team) বোলিং বেশ কিছুটা চাপে রেখেছিল প্রোটিয়া শিবিরকে। কিন্তু শেষ দশ ওভারে ঝড় তোলেন ক্লাসেন, ডেভিড মিলাররা। বাংলাদেশের সামনে ৩৮১ রানের লক্ষ্য রাখে তারা জয়ের জন্য। জবাবে ব্যাট করতে নেমে মাহমুদুল্লাহর শতরান সত্ত্বেও নিজেদের সম্মানরক্ষায় ব্যর্থ হয় বাংলাদেশ।
ডি কক সেট হয়ে যাওয়ার পর এদিন বিধ্বংসী ব্যাটিং করেছিলেন। ১৪০ বলে ১৫ টি চার এবং ৭ টি ছক্কা সহ ১৭৪ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন তিনি। চলতি বিশ্বকাপে এটি তার তৃতীয় শতরান এবং আপাতত বিরাট কোহলিকে পেছনে ফেলে দিয়েছেন তিনি সর্বোচ্চ রান সংগ্রাহকদের দৌড়ে। তবে দক্ষিণ আফ্রিকার বাকি টপ অর্ডারে এদিন ব্যর্থ হয়েছিল।
ডি ককের সাথে এসে পরিস্থিতি সামলান মার্করাম। ৬৯ বলে ৬০ রানের একটি বুদ্ধিদীপ্ত ইনিংস খেলে যান তিনি। কিন্তু তিনি আউট হওয়ার পরের ১৪.৩ ওভারে ১৪২ রান করে দক্ষিণ আফ্রিকা। ডি ককের পাশাপাশি বিধ্বংসী ব্যাটিং করেন ক্লাসেন। এই ম্যাচে তিনি শতরান পাননি। কিন্তু মাত্র ৪৯ বল খেলে আটটি ছক্কা এবং দুটি চার সহ ৯০ রান করে বাংলাদেশের কোমর ভেঙে দিয়ে যান এই দক্ষিণ আফ্রিকান তারকা। ধ্বংসলীলার সমাপ্তি ঘটান ডেভিড মিলার। ১৫ বলে ৩৪ রানের একটি ক্যামিও খেলে গিয়ে তিনি বাংলাদেশকে দ্বিতীয় ইনিংস শুরুর আগেই ম্যাচ থেকে ছিটকে দেন। বাংলাদেশের বোলারদের মধ্যে মেহেদী হাসান এবং নাসুম আহমেদ ছাড়া প্রত্যেকে অনেক রান বিলিয়েছেন।
আরও পড়ুন: বাবরের পাকিস্তানের সেমিফাইনালে ওঠা এখন নির্ভর করছে রোহিতের ভারতের ওপর! জানুন কিভাবে
রান তাড়া করতে নেমে বাংলাদেশের সকল অভিজ্ঞ ব্যাটাররা এদিন ব্যর্থ। একক ভাবে লড়াই করে বাংলাদেশের সম্মান রক্ষার দায়িত্ব নিয়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। শেষপর্যন্ত ১১১ বলে ১১১ রান করে তিনি আউট হন। বিশ্বকাপের মঞ্চে এটি তার তৃতীয় শতরান। কিন্তু ন্যূনতম সাহায্য পাননি উল্টো দিক থেকে। ২৩৩ রানে তারা অলআউট হয়। ১৪৯ রানের বিরাট ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া প্রায় নিশ্চিত সাকিবদের। দক্ষিণ আফ্রিকার হয়ে এদিন সর্বোচ্চ তিনটি উইকেট নেন জেরাল্ড কোয়েটজি। প্রত্যেক দক্ষিণ আফ্রিকান বোলারই এদিন উইকেট পেয়েছেন।
আরও পড়ুন: পাকিস্তানের এই অবস্থার জন্য ভারতীয় দল আর BCCI দায়ী! অভিযোগ প্রাক্তন পাক ক্রিকেটারের
বিশ্বকাপ শুরু হওয়ার আগে বাংলাদেশের কোচ হাতুড়েসিংহে জানিয়েছিলেন যে তারা ভারতের মাটিতে ঘুরতে আসেননি, তারা এসেছেন সেমিফাইনালে পৌঁছানোর জন্য। আফগানিস্তানের বিরুদ্ধে দাপট দেখিয়ে জয়ের পর তাদের সেই আত্মবিশ্বাস আরও বেড়েছিল। কিন্তু বর্তমানে সেমিফাইনাল তো দূর, টুর্নামেন্টের লাস্ট বয় যাতে হতে না হয় সেই চেষ্টা করতে হবে বাংলাদেশকে। টানা চার ম্যাচ হেরে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কার থেকে পিছিয়ে রয়েছে তারা রান রেটে। আচমকা পরিস্থিতির অভূতপূর্ব উন্নতি না হলে তারা লাস্ট বয় হয়েই থাকবে।
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!