বাংলা হান্ট ডেস্ক: পুজোর শেষ দুদিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। সেই রেশ এখনই কমছে না, পূর্বাভাস এমনটাই। আবহাওয়া দফতর সূত্রে খবর, গভীর নিম্নচাপ আগামী ২৫ অক্টোবর বিকেলের পর উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে খেপুপাড়া ও চট্টগ্রামের মধ্যে দিয়ে বাংলাদেশের উপকূল অতিক্রম করতে পারে। এর জেরেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি চলবে।
গতকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে বৃষ্টি চলেছে। আবহাওয়া দফতর সূত্রে খবর (Alipore Weather Office), আজও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। কোথাও আবার ভারী বর্ষণ হতে পারে।
বুধবার কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা? আজ বুধবার পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগানা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও কলকাতার কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: রেকর্ড লক্ষীলাভ! বাংলাজুড়ে পুজোয় ব্যবসার পরিমাণ কত হাজার কোটি জানলে ভিরমি খাবেন
আজ দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কিছু অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। যদিও আবহাওয়া অফিস জানাচ্ছে, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও সেরম বৃষ্টির পূর্বাভাস নেই। সব জেলার আবহাওয়াই শুষ্ক থাকবে।
আরও পড়ুন: আজকের রাশিফল ২৫ অক্টোবর বুধবার, সিদ্ধিদাতার কৃপায় বড় চমক, অভাব-অনটন দূর হবে এই চার রাশির
আজ উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলা গুলিতে প্রায় আবহাওয়া শুষ্ক থাকবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তাপমাত্রা কিছুটা কমতে পারে।