বাংলা হান্ট ডেস্কঃ রেশন দুর্নীতি নিয়ে তোলপাড়! বাকিবুরের গ্রেফতারির পর এবার রেশন বণ্টন দুর্নীতি (Ration Scam Case) মামলায় রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) বাড়িতে ইডি (ED) হানা। জানা যাচ্ছে মন্ত্রীর সল্টলেকের বি সি ব্লকের বাড়ি ও নাগের বাজারে খাদ্যমন্ত্রী থাকাকালীন তার পিএ-র বাড়িতেও সাতসকালে পৌঁছে যায় ইডি। চলছে টানা তল্লাসি।
প্রসঙ্গত সম্প্রতি রেশন দুর্নীতিকাণ্ডে রাজ্যের একাধিক জেলায় তল্লাশি চালিয়েছে ইডি। কিছুদিন আগেই ব্যবসায়ী বাকিবুর রহমানের (Bakibur Rahaman) চালকলে ও ফ্ল্যাটে পৌঁছে যান আধিকারিকরা। টানা ৫৩ ঘণ্টা অভিযানের পর ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি।
এই বাকিবুরের গ্রেফতারির পর থেকে কোথাও কোথাও রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী তথা বর্তমান বনমন্ত্রীর নাম উঠে আসছিল। সেই আবহেই এবার রেশন বণ্টন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের ইডি হানা। পাশাপাশি তার আপ্তসহায়ক অমিত দে-র নাগেরবাজারের দুটি ফ্ল্যাটেও পৌঁছে গিয়েছে ইডি।
জানা যাচ্ছে এদিন সকাল ৬টা-সাড়ে ৬টা নাগাদ মন্ত্রীর বাড়িতে ঢোকেন ইডির তদন্তকারী অফিসারেরা। পাশাপাশি BC 245, 244 বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘিরে রয়েছেন। বর্তমানে BC-245 বাড়িতে রয়েছেন জ্যোতিপ্রিয়বাবু। চলছে ম্যারাথন তল্লাশি।