বাংলাহান্ট ডেস্ক : হামেশাই ব্যাঙ্ক জালিয়াতি ও আধার প্রতারণার ঘটনা এখন শোনা যায়। যার ফলে পুলিশের রাতের ঘুম ছুটেছে বললে চলে। কখনও প্রযুক্তিকে কাজে লাগিয়ে বা কখন গ্রাহকদের বোকা বানিয়ে খুব সহজেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব করে দিচ্ছে সাইবার প্রতারকরা। প্রতারাণার হাত থেকে সাধারণ জনগণকে বাঁচাতে ও গ্রাহকের টাকা সুরক্ষিত রাখতে এবার নয়া উদ্যোগ নেওয়া হলো কলকাতা পুলিশের তরফে তরফ থেকে। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সাইবার ক্রাইম বিভাগ…
সাইবার ক্রাইমের হাত থেকে নাগরিকদের বাঁচাতে বেশ কিছু পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ। ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখার পক্ষ থেকে সম্প্রতি একটি প্রচার পুস্তিকা প্রকাশ করা হয়েছে। এবং ইতিমধ্যে সেই পুস্তিকা নাগরিকদের মধ্যে বিলি করছে কলকাতা পুলিশ। বইটির নাম ‘OTP রক্ষা কবচ’। উল্লেখ্য গ্রাহকদের সচেতন করার জন্যই কলকাতা পুলিশ মজার ছলে ওই বইটির উপরে লিখেছে, ‘কষ্টের টাকা যাবে না জলে, অল্প একটু সচেতন হলে।’
আরোও পড়ুন : দীপাবলির আগেই সস্তা বিদ্যুৎ! এক ইউনিটে খরচ হবে মাত্র এত টাকা, ঘোষণা খোদ মুখ্যমন্ত্রীর
প্রসঙ্গত, গ্রাহকদের উদ্দেশে ওই প্রচার পুস্তিকায় একাধিক পরামর্শ দেওয়া হয়েছে ব্যাঙ্ক জালিয়াতি দমন শাখার পক্ষ থেকে। কি সেই পরামর্শ? সেই পরামর্শ গুলি হল …
1) ব্যাঙ্ক, বিম বা অন্য কোনও আর্থিক সংস্থা বিনিয়োগকারীদের থেকে তাঁদের ব্যাঙ্ক সংক্রান্ত কোনও তথ্য কখনোই চায় না।
2) ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, পাসওয়ার্ড, ওটিপি, UPI পিন, ডেবিট ও ক্রেডিট কার্ডের পিন দ্বিতীয় কোনও ব্যক্তির সঙ্গে কখনই শেয়ার করা উচিত নয়। কারণ এটি অত্যন্ত গোপনীয় ।
3) OTP খুবই গুরুত্বপূর্ণ ও গোপনীয়। সেই কারণে ওটিপি বা ব্যাঙ্ক সংক্রান্ত কোনও তথ্য কোনও অচেনা বা অজানা ব্যক্তির সঙ্গে শেয়ার করা কখনই উচিত নয়।
আরোও পড়ুন : পাত্তা পেল না বিয়ার, হুইস্কি! পুজোয় হিট দেশী, এই জেলাতে বিক্রি ৩০ কোটির বাংলা
4) আচমকা ফোন করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোনও সমস্যার কথা বলে, অ্যাকাউন্ট নম্বর, ডেবিট কার্ডের তথ্য কেউ যদি চায় তা কখনোই দেওয়া উচিত নয় ।
5) KYC আপডেটের নামে নানা ধরনের প্রতারণার ছক কষা হতে পারে। সেই নিয়ে সতর্ক থাকতে হবে গ্রাহকদের ।
6)সোশ্যাল মিডিয়া বা মেসেজিং অ্যাপে কোনও আকর্ষণীয় উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে কোনও লিঙ্ক পাঠানো হলে, সেই লিংকে ভুল করে কখনোই ক্লিক করা উচিত নয়।
কলকাতা পুলিশের মতে সাধারণ জনগণকে বাঁচাতে প্রযুক্তি ও সচেনতনাই তাঁদের এত মাত্র হাতিয়ার ।