প্রবল বিপদে রোহিত শর্মা! এখনই সতর্ক না হলে এই বিশ্বকাপেই হয়ে যাবে বড় ক্ষতি

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ চলতি বিশ্বকাপে (2023 ODI World Cup) রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল (Indian Cricket Team) রয়েছে অসাধারণ ছন্দে। ফলস্বরূপ এই মুহূর্তে পরপর পাঁচ ম্যাচ জিতে লিগ টেবিলের শীর্ষে রয়েছে ভারত। দলের প্রত্যেক তারকা দলের প্রয়োজনে জ্বলে উঠছেন। আর দলকে সামনে থেকে নিজের পারফরম‍্যান্সের মধ্যে দিয়ে নেতৃত্ব দিচ্ছেন হিটম্যান।

কিন্তু এবার তার একটি বিশ্বকাপ রেকর্ড বিপদের মুখে। সকলেই জানেন যে চলতে বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে শতরান করার পর বিশ্বকাপে একক ভাবে সর্বোচ্চ শতরানের (৭) রেকর্ডের মালিক হচ্ছেন রোহিত। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে নিজের অষ্টম শতরানের অত্যন্ত কাছাকাছি গিয়েও বেশি আগ্রাসী হতে গিয়ে সেই সুযোগ হাতছাড়া করেছিলেন রোহিত।

কিন্তু অপরদিকে অস্ট্রেলিয়ার তারকা ওপেনার ডেভিড ওয়ার্নার (David Warner) দুর্দান্তভাবে ছন্দে ফিরেছেন। পরপর দুই ম্যাচে পাকিস্তান এবং নেদারল্যান্ডসের বিরুদ্ধে অসাধারণ দুটি শতরান করে তিনি এখন ছুঁয়ে ফেলেছেন সচিন টেন্ডুলকারকে। দুজনের নামের পাশেই এখন ৬টি করে শতরান।

warner wc

আরও পড়ুন: ভয়ে ঠক ঠক করে কাঁপছে পাকিস্তান! ভারতীয় দলই একমাত্র বাঁচাতে পারে বাবরদের

তিনি এই মুহূর্তে যেমন ছন্দে রয়েছেন, তাতে চলতে বিশ্বকাপে তিনি আরেকটি শতরান করে রোহিত শর্মাকে ধরে ফেললে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না। তিনি একবার ছন্দ খুঁজে পেলে তিনি কতটা ভয়ঙ্কর হতে পারেন সেটা সকলেই জানেন। পরপর দুটি শতরান করে তিনি দুর্দান্তভাবে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়া দৌড়ে ফিরে এসেছেন।

আরও পড়ুন: চাপে রোহিত ও কোহলি! বিশ্বকাপের মাঝেই তাদের অনেক পেছনে ফেললেন অবসর নিতে চলা এই তারকা

এই টুর্নামেন্টে আর দুটি শতরান করতে পারলে রোহিত শর্মাকে টপকে যাবেন। আর রোহিত শর্মা নিজেই দুর্দান্ত ব্যাটিং করলেও তিনি আর নিজের শতরান বা অর্ধশতরান নিয়ে বেশি ভাবিত নন। কিন্তু তিনি যদি আর শতরান না করতে পারেন তাহলে ডেভিড ওয়ার্নার তাকে টপকে গিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ শতরানের মালিক হয়ে যেতে পারেন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর