ইডির তল্লাশি! বড় কিছু হতে চলেছে? কালীঘাটে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

বাংলা হান্ট ডেস্ক: হঠাৎই সাংবাদিক বৈঠক (Press Conference) ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বৃহস্পতিবার দুপুরে নিজের কালীঘাটের (Kalighat) বাড়ির লাগোয়া দপ্তরে সাংবাদিক বৈঠক করবেন তিনি।

হঠাৎই এই সাংবাদিক বৈঠক টাকায় রাজ্য-রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। মনে করা হচ্ছে, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) বাড়িতে ইডি তল্লাশি নিয়ে কিছু বলতে পারেন মুখ্যমন্ত্রী। বাঙালির সবচেয়ে বড় উৎসব শেষ হতে না হতেই দ্বাদশীর দিন সকালে জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) আধিকারিকরা। বর্তমানে সেখানে তল্লাশি অভিযান চলছে। এবার সেই নিয়েই সাংবাদিক বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী, এমনটাই মনে করা হচ্ছে। যদিও ঠিক কী কারণে সাংবাদিক বৈঠক করবেন মমতা, তা নিয়ে এখনও পর্যন্ত প্রশাসন সূত্রে স্পষ্ট কিছু বলা হয়নি।

উল্লেখ্য, বৃহস্পতিবার সাতসকালে রাজ্যের মন্ত্রী সল্টলেকের (Salt Lake) বাড়িতে হানা দেন ইডির আধিকারিকেরা। এনফোর্সমেন্ট ডিরেক্টরট সূত্রে খবর, রেশন দুর্নীতি (Ration Corruption) মামলায় বাকিবুর রহমানের গ্রেফতারের পরই নাম উঠে এসেছে জ্যোতিপ্রিয় মল্লিকের। সল্টলেকের বিসি ব্লকের পাশাপাশি দুটি বাড়িতে সকাল থেকেই তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি।

IMG 20210702 122742

দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সঙ্গী জ্যোতিপ্রিয় মল্লিক। অন্যদিকে, এর আগেও তৃণমূলের বিভিন্ন নেতা-মন্ত্রীদের বাড়িতে ইডির হানা নিয়ে সরব হয়েছিলেন মমতা। এমনকী, নিজের পরিবারের সদস্যদেরও টার্গেট করা হচ্ছে বলে মঞ্চ থেকে অভিযোগ জানিয়েছিলেন তিনি। সাংবাদিক বৈঠকে কী বলেন মুখ্যমন্ত্রী, এখন সেটাই দেখার।

Monojit

সম্পর্কিত খবর