জনি লিভারকে প্রস্রাব খাওয়াতে উঠেপড়ে লেগেছিলেন আমির! সেটেই কেঁদে ফেলেছিলেন খোদ পরিচালক

বাংলাহান্ট ডেস্ক : বলিউডের ‘পারফেকশনিস্ট’ বললেই আমরা সহজেই বুঝতে পারি সে কে! তিনি আর কেউ নয়, স্বয়ং আমির খান। বলা বাহুল্য, যিনি এখনো পর্যন্ত হাজার হাজার মেয়ের ড্রিমবয়। তার সাফল্য সবসময়ই সবার মন কেড়েছে। বলিপাড়ায় একাধিক নায়িকাকে সঙ্গী করেই বহু হিট সিনেমা উপহার দিয়েছেন সিনেপ্রেমীদের।

তবে তারই একটি সিনেমা নিয়ে সম্প্রতি মুখ খুললেন পরিচালক ধর্মেশ দর্শন। শোনা যায়, ‘মেলা’ ছবির শুটিং চলাকালীন নাকি নায়িকার হাতে থুথু ফেলার  দৃশ্য করার জন্য অভিনেতা আমির খান এক্কেবারে অনড় ছিলেন। শুধু তাই নয়, এই ছবিতে অ্যালকোহল ভেবে ভুল করে প্রস্রাব পানের দৃশ্যেও জনি লিভারকে দেখা যেতেই চর্চা শুরু হয় বলেই জানিয়েছেন ধর্মেশ।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০০০ সালে মেলা মুক্তি পায়। ছবিটি বক্স অফিসে ফ্লপ করলেও দর্শকদের কিন্তু বেশ মজার  লেগেছিল। ধর্মেশের মতে, মেলার শুটিংয়ের সময় ‘রাজা হিন্দুস্তানি’ ছবিটি  সুপারহিট হওয়ার কারণে আমির খানের বড় নাম ডাক  হয়েছিল। সেই সময় মেলা ছবির মাধ্যমে ভাই ফয়সাল খানের ক্যারিয়ার গড়ে দিতেও নাকি চেয়েছিলেন মিস্টার পারফেকশনিস্ট।

আরোও পড়ুন : এক্কেবারে ফ্রি! কোন পয়সা খরচ না করেই পেয়ে যান Amazon Prime সাবস্ক্রিপশন, দুর্দান্ত অফার Jio’র

সম্প্রতি এক সাক্ষাৎকারে ধর্মেশ দর্শন বলেন, আমির খান ছবির শুটিং চলাকালীন জনি লিভারের সাথে ‘প্রস্রাব পানের দৃশ্য’ করার জন্য জোর দিয়েছিলেন। হলিউডের সিনেমা ‘ডাম্ব অ্যান্ড ডাম্বার’-এ এই দৃশ্য দেখেছিলেন তিনি। ধর্মেশ দর্শনের আপত্তি  সত্ত্বেও আমির ছবিতে এই দৃশ্যটি রাখতে চেয়েছিলেন। সিনেপ্রেমীরা এমন দৃশ্য দেখতে চায় না বলে ধর্মেশ বোঝালেও অভিনেতা নাছোড়বান্দা ছিলেন।

আরোও পড়ুন : পুজোর আবহে সুসংবাদ! এবার হাওড়া-শিয়ালদহ থেকে চলবে অতিরিক্ত ট্রেন, নয়া আপডেট রেলের

পরিচালকের কথায়, এই দৃশ্যের শুটিংয়ের পর তিনি ছবির সেটে কাঁদতে শুরু করেন। এই সাক্ষাৎকারে  ধর্মেশ দর্শন একথাও জানিয়েছেন যে, মেলায় প্রথমে কাজলকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি প্রত্যাখ্যান করায় আমিরের বিপরীতে এই ছবিতে  কাস্ট করা হয় টুইঙ্কেল খান্নাকে। এই ছবিতে আমিরের পাশাপাশি তার ভাই ফয়সাল খান ও ঐশ্বর্য রায়ও ছিলেন।

maxresdefault (1)

আসলে, এই ছবির মাধ্যমে ফয়সালের ক্যারিয়ার গড়তে চেয়েছিলেন আমির। কারণ তার রুপোলি জগতে কাজ করার প্রতি বিশেষ আকর্ষণ ছিল। তবে ভাই ফয়সালের ক্যারিয়ার বাঁচাতে পারেননি সুপারস্টার আমির খান । কারণ “মেলা” ছবি রিলিজ হওয়ার পরে শোচনীয়ভাবে ব্যর্থ হয়। ফলে দাদা সুপারস্টার হলেও ভাইয়ের ক্যারিয়ারে স্টার আর বসেনি ।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর