বাংলা হান্ট নিউজ ডেস্কঃ বিসিসিআইয়ের (BCCI) মুখে হাসি ফুটিয়ে বিশ্বকাপের (2023 ODI World Cup) আগে ভারতীয় দল (Indian Cricket Team) এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছে। এশিয়া কাপ থেকেই দুরন্ত ছন্দে যেন ছুটছে রোহিত শর্মারা (Rohit Sharma)। তার আগে বাংলাদেশের মাটিতে সিরিজ হার, দেশের মাটিতে অস্ট্রেলিয়ার কাছে সিরিজ হার, বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে না পারা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে কোনওক্রমে সিরিজ জয়ের মত দোষত্রুটিগুলো এখন পুরোপুরি ভুলে গিয়েছে ভারতের ক্রিকেট ভক্তরা। কিছুদিন আগেও যারা রাহুল দ্রাবিড়কে (Rahul Dravid) ভারতের কোচ হিসেবে দেখতে চাইতেন না তারাও এখন তার প্রশংসায় পঞ্চমুখ।
এখনো অবধি চলতে বিশ্বকাপে অপরাজিত ভারতীয় দল। রাহুল দ্রাবিড় প্রয়োজনে দলে যে পরিবর্তনগুলি করছেন, যে নির্দিষ্ট পরিকল্পনা মেনে ভারতীয় দল মাঠে নামছে সেই সবকিছুই এখনো পর্যন্ত সুপারহিট। অস্ট্রেলিয়া, পাকিস্তান নিউজিল্যান্ড এর মতো প্রতিপক্ষকে হারিয়ে ভারতীয় দল এখন পয়েন্টস টেবিলের শীর্ষে।
কিন্তু তারপরেও একটা আশ্চর্য খবর কানে আসছে। জানা যাচ্ছে যে বিশ্বকাপ শেষ হওয়ার পরেই ভারতীয় দল প্রথম যে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে সেই সিরিজে রাহুল দ্রাবিড়কে কোচ হিসেবে রাখছে না ভারতীয় ক্রিকেট বোর্ড। তার জায়গায় সেই দায়িত্ব দেওয়া হবে ভিভিএস লক্ষ্মণকে।
আরও পড়ুন: বিশ্বকাপের সেমিফাইনাল খেলবেন প্রতিজ্ঞা করেছিলেন, এখন লাস্ট বয় হয়ে বিপদে বাংলাদেশ
তবে ভারতীয় দলের কোচিংয়ের পুরোপুরি পরিবর্তন করা হচ্ছে না। রাহুল দ্রাবিড় যেহেতু দীর্ঘ সময় ধরে কাজ করছেন দলের সাথে সেই জন্য তাকে একটা বিশ্রাম দেওয়া হবে বিশ্বকাপের পর। আর শুধু তিনিই নন ভারতীয় দলের বাকি সকল কোচিং স্টাফদের একটা বিরতি দেওয়া হবে বিশ্বকাপে ভারতের অভিযান শেষ হওয়ার পর।
আরও পড়ুন: প্রবল বিপদে রোহিত শর্মা! এখনই সতর্ক না হলে এই বিশ্বকাপেই হয়ে যাবে বড় ক্ষতি
বিশ্বকাপ শেষ হওয়ার মাত্র ভারতের মাটিতে ভারত এবং অস্ট্রেলিয়া পাঁচ ম্যাচের একটা টি-টোয়েন্টি সিরিজে একে অপরের মুখোমুখি হবে। খুব সম্ভবত সেই সিরিজে দলের দায়িত্বে থাকবেন লক্ষ্মণ। ডিসেম্বরে রয়েছে ভারতের দক্ষিণ আফ্রিকা সফর। সেই শহরে ফির রাহুল দ্রাবিড় দায়িত্বে ফিরতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
ফিরহাদ হাকিমের কুমন্তব্যে তোলপাড় রাজ্য! কুণাল বললেন ‘ওই বিপ অংশ…’