বিশ্বকাপের দৌড়ে দুর্দান্তভাবে ফিরে পাকিস্তানকে টপকে গেল শ্রীলঙ্কা! চাপে ইংল্যান্ড

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপে (2023 ODI World Cup) অংশগ্রহণ করার আগেই অনেকে ভারতীয় দলের (Indian Cricket Team) পাশাপাশি ফেভারিট হিসেবে ধরেছিল গতবারের বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে (England Cricket Team)। ভারতের ব্যাটিং বান্ধব উইকেটে তারা ঝড় তুলবেন এমনটা আশঙ্কা করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তেমনটা হয়নি। নিউজিল্যান্ড, আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার কাছে হারের পর আজ শ্রীলঙ্কার (Sri Lankan Cricket Team) বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে মাত্র ১৫৬ রানের মধ্যে গুটিয়ে গেল ইংল্যান্ড। মাত্র ২৬ ওভারের মধ্যে ওপেনার পাথুম নিশাঙ্কা (Pathum Nisanka) ও কুমারা সামারাবিক্রমার (Kumara Samarawickrama) ব্যাটে ভর করে সেই রান তুলে জিতে গেল শ্রীলঙ্কা।

ব্যাঙ্গালোরের চিন্নাস্বামীর ব্যাটিং বান্ধব উইকেটে এইদিন বেয়ারস্টো ও মালানের ৪৫ রানের ওপেনিং পার্টনারশিপ ভাঙ্গার পরেই তাসের ঘরের মতো ভাঙতে শুরু করে ইংল্যান্ড। দলের হয়ে এদিনে একা লড়াই করেন বেন স্টোকস। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলার জন্য তিনি ২০২২ সালে নেওয়া অবসর ভেঙে ফিরেছেন। অতীতে তিনি টেস্ট ফরম্যাটে, ওডিআই ফরম্যাটে এমন পরিস্থিতি থেকে অনেকবার নিজের দলকে উদ্ধার করেছেন। কিন্তু আজ পারলেন না। একটি সংক্ষিপ্ত ইনিংস খেলে তিনি ড্রেসিংরুমে ফিরতেই ইংল্যান্ডের যাবতীয় প্রতিরোধ শেষ হয়ে যায়। মাত্র ৩৪ ওভারের মধ্যে অলআউট হয়ে যায় তারা।

শ্রীলঙ্কার এই দুর্দান্ত বোলিংয়ের কৃতিত্ব দিতে হয় অ্যাঞ্জেলো ম্যাথিউসকে (Angelo Mathews)। তিনি প্রাথমিকভাবে শ্রীলঙ্কার বিশ্বকাপের দলে ছিলেন না। চোট পাওয়া মাথিশা পাথরিনার জায়গায় তিনি দলে এসেছেন। ২০১৯ বিশ্বকাপের পর থেকে তিনি ২০২৩ বিশ্বকাপের আগে অবধি মাত্র সাতটি ওডিআই ম্যাচ খেলেছিলেন। এর মধ্যে ২০২০ সালে শেষবার বোলিং করেছিলেন। কিন্তু আজ বল হাতে মাঠে নেমেই নিজের প্রথম ওভারের তৃতীয় বলে তিনি দুর্দান্ত ব্যাটিং করতে থাকা দুই ইংল্যান্ডের ওপেনারের ওপেনিং জুটি ভেঙে দেন।

angelo m

আরও পড়ুন: ইডেনে আয়োজিত হবে বিশ্বকাপের সেরা ম্যাচ! মজা পাবে কলকাতার দর্শক, চাপ সামলাতে পারবে কি কোহলিরা?

গোটা ম্যাচে তিনি ৫ ওভার হাত ঘুরিয়ে ১ টি মেডেন সহ ১৪ রান দিয়ে ২ টি উইকেট নেন। তার পাশাপাশি তিনি একটি দুর্দান্ত রান আউটও করেন। শ্রীলঙ্কার হয়ে এদের সেরা বোলিং করেন লাহিরু কুমারা (৩/৩৫)। এছাড়া ২ উইকেট নেন কাসুন রাজিতা। কৃপণ বোলিং করে ১ উইকেট নেন থিকসেনা।

আরও পড়ুন: সব ঠিকই চলছিল, কিন্তু বিশ্বকাপের মাঝে আচমকা এই নতুন বিপদ নিয়ে চাপে রোহিতের ভারত!

এরপর রান তাড়া করতে নেমে নিশাঙ্কা এক প্রান্ত সামলে বসেছিলেন। কিন্তু কুশল পেরেরা ও কুশল মেন্ডিস দ্রুত আউট হওয়ায় কিছুটা চাপ বাড়িয়েছিল। কিন্তু নিশাঙ্কার সাথে ব্যাট হাতে যোগ দেন সামারাবিক্রমা ১৩৭ রানের একটি পার্টনারশিপ গড়েছিলেন। নিশাঙ্কা ৮৩ বলে ৭টি চার ও ২টি ছক্কা সহ ৭৭ রান করে অপরাজিত থাকেন। আর সামারাবিক্রমা ৫৪ বলে ৭টি চার ও ১টি ছক্কা সহ ৬৫ রানের আগ্রাসী ইনিংস খেলেন।

 

Reetabrata Deb

সম্পর্কিত খবর