ভারতীয় সেনাবাহিনীতে চলছে নিয়োগ, জারি হল বিজ্ঞপ্তি, এভাবে করুন আবেদন

বাংলা হান্ট ডেস্ক: এবার ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army) নিয়োগের (Recruitment) জন্য জারি হল বিজ্ঞপ্তি। ওই বিজ্ঞপ্তিটি ইতিমধ্যেই jointerritorialarmy.gov-এই ওয়েবসাইটে প্রকাশ পেয়েছে। এমতাবস্থায়, বর্তমান প্রতিবেদনে আজ আমরা এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত বিস্তারিত তথ্য উপস্থাপিত করছি।

কোন পদে করা হবে নিয়োগ: জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে যে, টেরিটোরিয়াল আর্মি অফিসার পদে নিয়োগ হচ্ছে।

মোট শূন্যপদের সংখ্যা: এক্ষেত্রে পুরুষ ও মহিলা অফিসার নিয়োগ করা হবে। এমতাবস্থায়, মোট শূন্যপদের সংখ্যা হল ১৯ টি।

বয়সসীমা: বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনের ক্ষেত্রে চাকরিপ্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪২ বছরের মধ্যে।

শিক্ষাগত যোগ্যতা: এক্ষেত্রে, আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো অনুমোদন প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে।

আরও পড়ুন: রেললাইনে কেন বিছিয়ে রাখা হয় পাথর? কারণ জানলে চমকে উঠবেন

আবেদন প্রক্রিয়া: ইচ্ছুক প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। এছাড়াও, জানিয়ে রাখি যে, আবেদন করার সময় প্রার্থীদের ৫০০ টাকা করে আবেদন ফি জমা দিতে হবে।

আরও পড়ুন: টমেটো অতীত! এবার হু হু করে দাম বাড়ছে পিঁয়াজের, নতুন রেট শুনে চোখে জল জনতার

নিয়োগ প্রক্রিয়া: এক্ষেত্রে আবেদন করার পর প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ দিতে হবে। এমতাবস্থায়, টেরিটোরিয়াল আর্মি গ্রুপের হেডকোয়ার্টারে পরীক্ষা নেবে প্রিলিমিনারি ইন্টারভিউ বোর্ড। পাশাপাশি, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউতে সফল হলে প্রার্থীদের মেডিক্যাল পরীক্ষা হবে।

Recruitment is going on in Indian Army

গুরুত্বপূর্ণ তারিখ: আগামী ২১ নভেম্বর, ২০২৩ পর্যন্ত আবেদন করা যাবে। পাশাপাশি, এই পদের নিয়োগের পরীক্ষা সম্পন্ন হবে আগামী ৩ অথবা ৪ ডিসেম্বর। এক্ষেত্রে ওয়েবসাইট থেকেই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন প্রার্থীরা।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর