স্লট বদলেও বাজিমাত ‘ইচ্ছে পুতুল’র, কপাল পুড়লো ‘ফুলকি-জগদ্ধাত্রী’র! TRP টপার কে?

বাংলা হান্ট ডেস্ক : পুজোর মরশুমে টিভি সিরিয়ালদের (Bengali Serial) রিপোর্ট কার্ড এল একটা দিন পর। তবে একথা বলাই বাহুল্য যে, বিশ্বকাপ এবং শারদোৎসবের উত্তেজনার কাছে সিরিয়ালের টিআরপি (Target Rating Point) নিম্নমুখী। দু একজন বাদ দিয়ে প্রায় প্রত্যেকেরই নম্বর কমেছে এই সপ্তাহে। তাহলে চলুন দেরি না করে দেখে নিই বাংলা টেলিভিশনের (Television Show) এই সপ্তাহের সেরা দশটি সিরিয়াল সম্পর্কে।

উল্লেখ্য, চলতি সপ্তাহে সব সিরিয়ালের নম্বর কমলেও একইরকম জায়গা ধরে রেখেছে ইচ্ছে পুতুল এবং অনুরাগের ছোঁয়া। সবাইকে চমকে দিয়ে স্লট লিড করেছে মেঘ-ময়ূরীর কাহিনী। যদিও বেঙ্গল টপার এখনও ‘অনুরাগের ছোঁয়া’ই আছে। চলতি সপ্তাহে সূর্য-দীপার ঝুলিতে এসেছে ৮.৩ পয়েন্ট। এদিকে নতুন স্লটে ‘তোমাদের রাণী’কে মাত দিয়েছে ‘ইচ্ছে পুতুল’।

আসলে এদিকে সবাই যেমন মিশকার মুখোশ খুলে যাওয়ায় দর্শক খুশি অন্যদিকে রূপ আর ময়ূরীর চক্রান্ত নিয়েও একইরকম উত্তেজিত সবাই। সকলেই অপেক্ষা করে আছে, কবে সবটা সকলের সামনে আসবে! আর সেইদিনের খুব বেশি দেরিও নেই বোধহয়। চলতি সপ্তাহে ৫.৪ পয়েন্ট নিয়ে দশম স্থানে উঠে এসেছে এই মেগা। এদিকে ‘জগদ্ধাত্রী’র অবস্থা বেশ শোচনীয়। হারানো জায়গা ফিরে পেতে বেশ বেগ পেতে হচ্ছে জ্যাস স্যানালকে।

আরও পড়ুন : ‘জাহান্নামে যা তুই’, সেলফি তুলতে চাওয়াই হয়ে যায় কাল! সলমনকে যা বলেছিলেন অশনীর

00000162d0ac01109fbf4fdf84b50bd6ab649d8c

এবারও দ্বিতীয় স্থান হাতছাড়া হয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে এই মেগা। সিরিয়ালটির ঝুলিতে রয়েছে ৭.০ পয়েন্ট। অন্যদিকে বাজিমাত করেছে জি বাংলার ‘নিম ফুলের মধু’। সৃজন-পর্ণার ভুল বোঝাবুঝি নিয়ে দর্শক খানিকটা বিরক্ত হলেও ৮.০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে পৌঁছে গেছে এই মেগা। এককথায় প্রতিপক্ষ বাংলা মিডিয়াম টিকতেই পারছেনা এই মেগার সামনে। তবে এবার সবচেয়ে খারাপ হাল বোধহয় ‘ফুলকি’র।

আরও পড়ুন : ‘অভব্য আচরণ করব না…’, ডিভোর্স প্রসঙ্গে প্রথমবার মুখ খুললেন অনির্বাণ

a5121091b1a1d8ee3b2b35935bcefcee169762792207149 original

আসার পর থেকেই ‘ছোট প্যাকেট বড় ধামাকা’ হয়ে উঠেছিল ফুলকি। তবে এই সপ্তাহে ‘ফুলকি’র আগুন যেন খানিকটা ম্রিয়মান। ৬.৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় থেকে সোজা চতুর্থ স্থানে ছিটকে গিয়েছে এই মেগা সিরিয়াল। এদিকে পাঁচ নম্বরে একলাফে উঠে এসেছে স্টার জলসার ‘গৌরী এলো’। একই সাথে পঞ্চম স্থানে জায়গা দখল করে নিয়েছে মানালি থে-র ‘কার কাছে কই মনের কথা’ও। দুটি সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৬.৭।

বাংলা সিরিয়ালের সেরা ১০ মেগার টিআরপি তালিকা (TRP List of Top 10 Bengali Serial)

অনুরাগের ছোঁয়া- ৮.৩ (প্রথম)

নিম ফুলের মধু- ৭.১ (দ্বিতীয়)

জগদ্ধাত্রী- ৭.০ (তৃতীয়)

ফুলকি- ৬.৯

কার কাছে কই মনের কথা, হরগৌরী পাইস হোটেল- ৬.৭

রাঙা বউ, সন্ধ্যাতারা- ৬.০

লাভ বিয়ে আজকাল- ৫.৮

জল থই থই ভালোবাসা- ৫.৭

তুঁতে- ৫.৫

ইচ্ছে পুতুল- ৫.৪

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর