বাংলা হান্ট নিউজ ডেস্কঃ অভূতপূর্ব, রুদ্ধশ্বাস, অকল্পনীয়। দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তানের এই বিশ্বকাপ ম্যাচটি কে ব্যাখ্যা করতে গিয়ে যে কোনও বিশেষণ কম হয়ে যাবে। ৪৭ ওভারের মধ্যে অলআউট হয়ে যাওয়া বাবর আজমের নেতৃত্বাধীন দল বোলারদের অসাধারণ পারফরম্যান্সে ভর করে ম্যাচে ফিরেছিল। ২৭০ রান তারা করতে গিয়ে চূড়ান্ত বিপাকে পড়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু শেষপর্যন্ত ঠান্ডা মাথায় ১ উইকেট এবং ১৬ বল বাকি থাকা অবস্থায় দলকে জয় এনে দেন কেশব মহারাজ।
টসে জিতে পাকিস্তান অধিনায়ক বাবর আজম (৫০) প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন এবং তার ও সাউদ শাকিলের (৫২) অর্ধশতরানে ভর করে দলকে লড়াই করার মত কোন জায়গায় পৌঁছে দিয়েছিলেন। তাব্ৰাজ শামসি (৪/৬০) ও মার্কো জেন্সনের (৩/৪৩) দুর্দান্ত বোলিংয়ের কারণে ২৭১ রানের বেশি টার্গেট রাখতে পারেনি পাকিস্তান। বাবর, ইফতেকার, সাউদ শাকিল, এবং শাহীন আফ্রিদির উইকেট নিয়ে শামসি ম্যাচ ঘুরিয়ে দেন।
রান তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার সকল ক্রিকেটারই ক্রিজে সেট হন। কিন্তু এইডেন মার্করম ছাড়া আর কেউ বড় ইনিংস খেলতে পারেননি। ৯৩ বলে ৯১ রানের ইনিংস খেলে তিনি দক্ষিণ আফ্রিকার ইনিংসকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু কনকাশন সাবস্টিটিউট হিসাবে নামা উসামা মীর (২/৪৫) তাকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকাকে ম্যাচে ফেরত এনেছিল।
শেষদিকে শাহীন আফ্রিদি (৩/৪৫) এবং হ্যারিস রাউফ (২/৬২) দ্রুত উইকেট তুলে পাকিস্তানকে ম্যাচে ফেরত আনেন। কিন্তু তাতে লাভ হয়নি। উইকেট ফেলে দিয়ে আটকে যায় পাকিস্তান। ২১ বলে ৭ রান করে এবং ৪৮ তম ওভারের দ্বিতীয় বলে একটি লুজ ডেলিভারিকে বাউন্ডারিতে পাঠিয়ে দলের জয় নিশ্চিত করেন ভারতীয় বংশোদ্ভুত কেশব মহারাজ।
সব ‘দায়’ সংবাদ মাধ্যমের! RG Kar কান্ড নিয়ে বিস্ফোরক ফিরহাদ, বললেন…