DA মামলা নিয়ে বিরাট ভালো খবর! খুশিতে আত্মহারা সরকারি কর্মীরা

বাংলা হান্ট ডেস্কঃ দীর্ঘদিন ধরে বকেয়া মহার্ঘ ভাতা ইস্যুতে উত্তাল বাংলা। একদিকে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার (Dearness Allowance) দাবিতে পথে নেমে আন্দোলন চালাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা। সুপ্রিম কোর্টে (Supreme Court) বারবার পিছিয়ে যাচ্ছে ডিএ মামলার শুনানি। এককথায় ঝুলে রয়েছে DA মামলা।

ওদিকে পুজোর মরসুমে নিজের কর্মীদের অতিরিক্ত চার শতাংশ DA বৃদ্ধির কথা ঘোষণা করেছে কেন্দ্র সরকার। এই বর্ধিত হারে মহার্ঘ ভাতা আগামী জুলাই মাস থেকে কার্যকর হতে চলেছে। আগে ৪২% DA পেতেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। আর বর্তমানে তা ৪% বেড়ে হল ৪৬. সব মিলিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারের DA-র ব্যবধান গিয়ে দাঁড়ালো ৪০ শতাংশে।

ক্রমাগত বেড়েই চলছে ডিএ এর ফারাক। তবে এরই মধ্যে নভেম্বর মাসে সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলায় স্বস্তির খবর এল। প্রসঙ্গত, ডিএ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি আগামী ৩ নভেম্বর শুনানি হতে চলেছে। যেই শুনানির দিকে চেয়ে রয়েছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা।

আরও পড়ুন: জ্যোতিপ্রিয়র পর ED-র ডাক পাবেন কারা? প্রকাশ্যে এল তালিকা

img thvli supreme court 2 1 7ia6l7u0

এই মামলার আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তাই তিনি শুনানিতে উপস্থিত থাকতে পারবেন কী না তা নিয়ে ধন্দ ছিল। তিনি অনুপস্থিত থাকলে এই ৩ নভেম্বরের শুনানি আবার পিছিয়ে যেতে পারে বলেও আশঙ্কা ছিল। তবে জানা গিয়েছে, তিনি অনেকটাই সুস্থ আছেন।

শোনা যাচ্ছে সুপ্রিম কোর্টে মহার্ঘ ভাতা মামলার শুনানিতে তিনি উপস্থিত থাকতে পারবেন। সশরীরে না হলেও তিনি ভার্চুয়ালি উপস্থিত থাকতে পারবেন বলে জানা যাচ্ছে। এই খবরেই খুশি রাজ্য সরকারি কর্মীরা। ৩ নভেম্বরের শুনানি যে শুনানি হবেই সেকথা নিশ্চিত।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর