বাংলা হান্ট ডেস্ক: কংগ্রেস নেতার (Congress) পিস্তল দিয়েই তাঁকে খুনের ছক? খোয়া গেল কৌস্তভ বাগচির (Koustav Bagchi) দেহরক্ষীর পিস্তল! সম্প্রতি, রাজারহাটের (Rajarhat) একটি পাঁচতারা রিসর্টে গিয়েছিলেন কংগ্রেস নেতা। সেখানে তাঁর সঙ্গে দেহরক্ষীও (Security) ছিল। সেখান থেকেই দেহরক্ষীর সার্ভিস রিভলবার এবং ২৪ রাউন্ড কার্তুজ চুরি হয়ে যায়। এমনকী, কৌস্তভের দুটি ব্যাগও চুরি হয় বলে অভিযোগ।
জানা গিয়েছে, দু’দিন আগে রাজারহাটের বৈদিক ভিলেজে গিয়েছিলেন আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। সেখানে তাঁর সঙ্গে তাঁর দুই দেহরক্ষীও ছিলেন। ওই রাতে দেহরক্ষীরা লক্ষ্য করেন, বাংলো থেকে তাদের একটি সার্ভিস রিভলবার এবং ২৪ রাউন্ড কার্তুজ চুরি হয়ে গিয়েছে। মিলছে না কৌস্তভের দুটি ব্যাগও। এরপরই গোটা ঘটনাটি রিসর্ট কর্তৃপক্ষকে জানানো হয়। রিসোর্ট কর্তৃপক্ষের তরফ থেকে গোটা বিষয়টি রাজারহাট থানায় জানানো হয়। সঙ্গে সঙ্গে ছুটে আসে পুলিশ (Police)।
রিসর্টে সিসি ক্যামেরা (CC Camera) না থাকায় প্রথমে সমস্যায় পড়েন তদন্তকারীরা। এরপর রিসর্টের একটি দূরে একটি ক্যামেরা পরীক্ষা করা হয়। সেখানেই দেখা যায়, এক দুষ্কৃতী বাংলোর পিছনের গেট দিয়ে ভিতরে ঢুকে ওই রিভলবার এবং কার্তুজ ঝাঁপিয়ে নিচ্ছে। এরপরই কুদ্দুস আলি মোল্লা ওরফে রুবেল নামে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, ওই দুষ্কৃতীর বাড়ি রাজারহাটের মাটিয়াগাছা এলাকায়। তার কাছ থেকে ওই রিভলবার (Revolver) ও ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা গিয়েছে। কিন্তু বাকি ১২ রাউন্ড কার্তুজ এখনও পাওয়া যায়নি।
কিন্তু কী কারণে এই রিভলবার, কার্তুজ, কৌস্তভের ব্যাগ চুরি করল এই দুষ্কৃতী তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। স্বাভাবিকভাবে এই ঘটনায় কৌস্তভের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।